For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধী খুন হবেন, পাঁচ বছর আগেই রিপোর্ট তৈরি করেছিল CIA

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খুনের পাঁচ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালেই একটি রিপোর্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেখানেই উল্লেখ ছিল, খুন হতে পারেন এই কংগ্রেস নেতা।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : ১৯৯১ সালে তামিলনাড়ুতে জনসভায় গিয়ে খুন হন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই ঘটনার পাঁচ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালেই একটি রিপোর্ট তৈরি করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেখানেই উল্লেখ ছিল, রাজীব পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে।[রাজীব গান্ধীর জন্মদিনে প্রদেশ কংগ্রেসের টুইট ঘিরে শোরগোল]

রাজীব গান্ধী খুন হলে অথবা হঠাৎ করে ভারতের জাতীয় রাজনীতি থেকে প্রস্থান ঘটলে কী অবস্থা হতে পারে তা নিয়ে রিপোর্ট করেছিল সিআইএ। ২৩ পাতার সেই রিপোর্টের শীর্ষক ছিল 'ইন্ডিয়া আফটার রাজীব' অর্থাৎ রাজীব পরবর্তী ভারত। ১৯৮৬ সালের মার্চে এই রিপোর্ট সামনে আসে। এবং এই নিয়ে সিআইএ আধিকারিকদের মতামত চাওয়া হয়েছিল।[জেএনএনইউআরএম নামও বদলাচ্ছে?]

রাজীব গান্ধী খুন হবেন, পাঁচ বছর আগেই রিপোর্ট তৈরি করেছিল CIA

সেই গোপন রিপোর্টই সম্প্রতি প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্টিলেজেন্স এজেন্সি বা সিআইএ। জানা গিয়েছে, পুরো রিপোর্ট প্রকাশ করা যায়নি কারণ কিছু অংশ মুছে দেওয়া হয়েছে। ১৯৮৬ সালের জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে।[রাজীব গান্ধীর বাড়িতেই ছিল তামিল জঙ্গিদের চর! দাবি প্রাক্তন আমলার]

রিপোর্টের একেবারে প্রথমে উল্লেখ রয়েছে, ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে নিজের কার্যকাল শেষ হওয়ার আগেই খুন হতে পারেন রাজীব গান্ধী। সেই সম্ভাবনা রয়েছে একশো শতাংশ। এমনকী কাছের লোকের হাতেই বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে রাজীবের, এমনটাই বলা হয়েছে।[জ্যোতি বসুকে দু'বার প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ করেন রাজীব, বইয়ে দাবি]

যদিও সেইসময়ে নয়, তার দু'বছর পরে রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রী পেরাম্বেদুরে জনসভা করতে গিয়ে খুন হন। শ্রীলঙ্কা সরকার ও তামিল বিচ্ছিন্নতাবাদীদের মধ্যস্থতাই রাজীবের কাল হয়েছিল পরবর্তী সময়ে।

এই রিপোর্টের একটি অংশ উল্লেখ রয়েছে, রাজীব গান্ধীকে বাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতিকে কী পরিস্থিতি হতে পারে। এবং এর ফলে ভারত-মার্কিন সম্পর্ক ও এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। এছাড়া রাজীবের অনুপস্থিতিতে পিভি নরসীমা রাও অথবা ভিপি সিংয়ের মধ্যে কেউ ভারতের প্রধানমন্ত্রিত্ব করবেন এমনটাও রিপোর্টে উল্লেখ ছিল। এবং রাজীব গান্ধীর মৃত্যুর পরে নরসীমা রাও দেশের প্রধানমন্ত্রী হন।

মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য জানার অধিকার আইন মেনে সিআইএ এই রিপোর্ট পেশের আগে এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাতা মুছে দেওয়া হয়েছে।

English summary
Five years before Rajiv Gandhi was assassinated in 1991, the US Central Intelligence Agency had prepared a very detailed and thorough "brief" on what would happen if he is assassinated or makes an "abrupt departure" from the Indian political scene.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X