For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চপার কেলেঙ্কারির কালি গায়ে না মাখতে তড়িঘড়ি যুব নেতাকে বহিষ্কার কংগ্রেসের

যুব কংগ্রেসের নেতা তথা আইনজীবী আলজো কে জোসেফ দলকে না জানিয়ে অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলের হয়ে আদালতে দাঁড়ানোয় তাঁকে বহিষ্কার করল।

  • |
Google Oneindia Bengali News

ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় কংগ্রেস। যুব কংগ্রেসের নেতা তথা আইনজীবী আলজো কে জোসেফ দলকে না জানিয়ে অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলের হয়ে আদালতে দাঁড়ানোয় তাঁকে বহিষ্কার করল।

যুব নেতাকে বহিষ্কার কংগ্রেসের

জোসেফ এদিন আদালতে ক্রিশ্চিয়ানের হয়ে সওয়াল করেন। এই ক্রিশ্চিয়ানের বিরুদ্ধে ৩৬০০ কোটি টাকার চপার কেলেঙ্কারিতে মিডলম্যান হিসাবে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। তাকে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করে আনা হয়েছে।

এদিন জোসেফ ক্রিশ্চিয়ানের হয়ে দাঁড়ানোর পরে কংগ্রেসের সদর দফতরে যান। তারপরে সাফাই দেন, তিনি কংগ্রেস কর্মী হলেও দলের সঙ্গে তার কোনও যোগ নেই। আইনজীবী হিসাবে তিনি যোগ দিয়েছিলেন।

এই নিয়ে সমালোচনা শুরু হতে না হতেই জোসেফকে দল থেকে বের করে দিল যুব কংগ্রেস। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জোসেফ নিজের মতো করে মামলায় আইনজীবী হয়ে দাঁড়ান। দলের সঙ্গে পরামর্শ করেননি। এই ঘটনা দল সহ্য করবে না। এখুনি জোসেফকে দল থেকে বহিষ্কার করা হল।

English summary
Christian Michel’s lawyer Aljo Joseph expelled from Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X