For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে চিনের টেলিকম ব্যবসার দিকে গোয়েন্দাদের নজর! সন্দেহের চাউনি কী নিয়ে

  • |
Google Oneindia Bengali News

চিনকে ভাতে মারার পথে মোদী সরকার! চিনের পণ্য বয়কটের ডাক দিয়ে 'আত্মনির্ভর ভারত' এর পদক্ষেপের পাশাপাশি, একাধিক ক্ষেত্রে চিনের ব্যবসা বন্ধ করে রাখার ছকও সাজিয়ে ফেলছে দিল্লি। এবার গোয়েন্দাদের নজরে পড়েছে ভারতে চিনের টেলিকম ব্যবসা।

 কোন তথ্য উঠতে শুরু করেছে?

কোন তথ্য উঠতে শুরু করেছে?

দিল্লিতে গোয়েন্দা কর্তাদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের একচি হাইভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠক কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে। সেখানে চিনের টেলিকম ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একাধিক বার্তা এসেছে গোয়েন্দাদের তরফে। সূত্রের দাবি, চিনের রাজনৈতিক প্রভাব টেলিকম সংস্থার মাধ্যমে ভারতের কর্পোরেট সেক্টরে ফেলরা চেষ্টা চলছে।

 বিএসএনএল-এর পদক্ষেপ

বিএসএনএল-এর পদক্ষেপ

ভারতে বিএসএনএর ও ভারত সঞ্চারনিগমকে এই পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে বলে বৈঠকে উঠে আসে। এরপর চিনের টেলিকম সেক্টর নিয়ে ভারতের বিএসএনএর পদক্ষেপ নিতে শুরু করে। চিনের সংস্থার টেন্ডার বাতিল করে দেয় বিএসএনএল।

 সমস্যা ফোন সংস্থাগুলিকে নিয়ে!

সমস্যা ফোন সংস্থাগুলিকে নিয়ে!

চিনকে ভাতে মারতে যেখানে ব্যস্ত দিল্লি, সেখানে ভারতের বহু ফোন প্রস্তুতকারক সংস্থা এখনও যন্ত্রাংশের বিষয়ে নির্ভর করে রয়েছে চিনা সংস্থাগুলির ওপর। যা ভাঁজ ফেলছে দিল্লির কপালে। ভারতীয় ফোন প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, কর্পোরেট সেক্টরে রাজনৈতিক পরিস্থিতিকে টেনে আনা উচিত নয়।

চিনের নাক গলানো

চিনের নাক গলানো

ভারতীয় গোয়েন্দাদের দাবি, উচ্চ শিক্ষা ও টেলিকম এই দুটি দিক দিয়ে ভারতে গুপ্তচরবৃত্তির প্রবেশ পথ খুঁজছে চিন। এই দুটি দিকই ভারতে ক্রমাগত থাবা বসাতে চাইছে। ফলে এই দুটি সেক্টর নিয়ে এ বার সিদ্ধান্তের পালা এসেছে বলে বিশ্বাস দিল্লির উপর মহলের।

জি২০ সম্মেলনে চিনা অ্যাপের বিরুদ্ধে সরব ভারত! রবিশঙ্করের বকুনি চুপ করে হজম করল বেজিংজি২০ সম্মেলনে চিনা অ্যাপের বিরুদ্ধে সরব ভারত! রবিশঙ্করের বকুনি চুপ করে হজম করল বেজিং

English summary
Chinese investment in telecome sector under indian intelligence scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X