For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপনে লাদাখের থাকুং পোস্টের দখলের চেষ্টা, ভারতীয় সেনার ক্ষিপ্রতায় লেজ গুটিয়ে চম্পট লালফৌজের

গোপনে লাদাখের থাকুং পোস্টের দখলের চেষ্টা , ভারতীয় সেনার ক্ষিপ্রতায় লেজ গুটিয়ে চম্পট লালফৌজের

Google Oneindia Bengali News

লাদাখে বেজিংয়ের অভিসন্ধি ফাঁস করে দিয়েছে সেনাবাহিনী। ২৯ এবং ৩১ অগাস্ট রাতের অন্ধকারে লুকিয়ে লাদাখের থাকুং চেকপোস্টের দখল নেওয়ার ছক কষেছিল লালফৌজ। শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেনি। আগেই ভারতীয় সেনার ক্ষিপ্রতায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় চিনা ফৌজ।

সীমান্তে উস্কানি

সীমান্তে উস্কানি

লাদাখে গত ২৯ এবং ৩১ অগাস্ট রাতের অন্ধকারেই গিতিবিধি শুরু করেছিল লালফৌজ। থাকুং পোস্ট দখলের ছক কষেছিল তারা। ভারতীয় সীমান্তে থাকা থাকুং পোস্ট দখল করে ভারতের পিঠে ছুরি মারার পরিকল্পনায় িছল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেনি চিনা ফৌজ।

ভারতীয় সেনার ক্ষিপ্রতা

ভারতীয় সেনার ক্ষিপ্রতা

রাতের অন্ধকারে চিছু একটা করতে চলেছে ভারতীয় সেনা সেটা আগেই আঁচ করতে পেরেছিল থাকুং পোস্টে প্রহরারত জওয়ানরা। বিকেল থেকেই তাই সেনা ঘাঁটিকে খবর পাঠিয়ে দিয়েছিল। আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘাপটি মেরে বসেছিলেন জওয়ানরা। চিনা ফৌজ পা পাড়াতেই তেড়ে যান তাঁরা। ভারতীয় সেনা শক্তি দেখে শেষে লেজ গুটিয়ে সেখান থেকে চম্পট দেয় লালফৌজ।

ভারতীয় সেনাকে হুমকি

ভারতীয় সেনাকে হুমকি

লাদাখের রাচেন লা েথকে ভারতীয় জওয়ানদের সরানোর জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে লালফৌজ। ভারত পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছে। কোনও ভাবেই আর লালফৌজ রাতে কোনও অপারেশন চালাতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে। তার সঙ্গে সীমান্তে চেকপোস্ট গুলিকেও সতর্ক করে রাখা হয়েছে। চেকপোস্ট গুলির শক্তিও বাড়ানো হয়েছে।

৪ মাস ধরে উস্কানি

৪ মাস ধরে উস্কানি

গত চার মাস ধরে লাদাখে উস্কানি দিয়ে চলেছে চিন। লালফৌজ চার মাস ধরে লাদাখ সীমান্তে আস্ফালন করে চলেছে। যার জেের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গতবার চিনা বাহিনীর আস্ফালনের কারণেই ভারতীয় জয়ানরা শহিদ হয়েছিলেন। এমনই দাবি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

শুক্রবার সুপ্রিম ‌‌কোর্টে নিট ও জেইই নিয়ে বাংলা সহ ছয় রাজ্যের পুর্নবিবেচনার শুনানি শুক্রবার সুপ্রিম ‌‌কোর্টে নিট ও জেইই নিয়ে বাংলা সহ ছয় রাজ্যের পুর্নবিবেচনার শুনানি

English summary
Chinese Army try to hold position Indian side Thakung post in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X