For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যাঙ্গং হ্রদে ঢুকল চীনা সেনা, পিছু হটল ভারতের বাধায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চীন
লেহ, ২ নভেম্বর: ১২ দিন আগে লাদাখে ঢুকে পড়েছিল চীনের সেনা। কিন্তু আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)-র বাধায় তারা পিছু হটে। সম্প্রতি এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গত ২২ অক্টোবর লাদাখের প্যাঙ্গং হ্রদে স্পিডবোট নিয়ে ঢুকে পড়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। প্রসঙ্গত, প্যাঙ্গং হ্রদের ৪৫ কিলোমিটার হল ভারতের অংশ। বাকি ৯০ কিলোমিটার রয়েছে চীনের দিকে। অভিযোগ, সীমারেখা অতিক্রম করে চীনারা ঢুকে পড়ে ভারতের জলসীমায়। এমনকী, লাদাখের পাহাড়ি পথে আর একটি ফৌজি ব্যাটেলিয়ান সেঁধিয়ে যায় ভারতে। চীনের গতিবিধি দেখতে পেয়ে দৌড়ে যায় আইটিবিপি। প্রসঙ্গত, ভারত-তিব্বত সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে আইটিবিপি। চীনের সেনাদের তারা বাধা দেয়। মূলত আইটিবিপি-র বাধা পেয়েই চীন পিছিয়ে যায়।

লাদাখ বা অরুণাচলে চীনের অনুপ্রবেশ নতুন কিছু নয়। কখনও ইচ্ছাকৃতভাবে, কখনও আবার পাহাড়ি এলাকায় সীমানা বুঝতে না পেরে চীন ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। এই ইস্যুতে বারবার টানাপোড়েন তৈরি হয়েছে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে।

English summary
Chinese army intruded Indian territory in Ladakh, resisted by ITBP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X