For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকা দখল করতে মরিয়া চিন, প্রত্যাঘাতে প্রস্তুত ভারতও, হুঙ্কার প্রাক্তন সেনা প্রধানের

গালওয়ান উপত্যকা দখল করতে মরিয়া চিন, প্রত্যাঘাতে প্রস্তুত ভারতীয় সেনাও, হুঙ্কার প্রাক্তন সেনা প্রধানের

Google Oneindia Bengali News

লাদাখে গালওয়ান ভ্যালি দখলে মরিয়া হয়ে উঠেছে চিন। পাল্টা প্রতিঘাত করতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাও। হুঙ্কার দিলেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিপি মালিক। তিনি অভিযোগ করেছেন চিনের উদ্দেশ্য সৎ নয়। ভারতীয় সেনা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

গালওয়ান উপত্যকার দখল চায় চিন

গালওয়ান উপত্যকার দখল চায় চিন

লাদাখ সীমান্তে গতকাল চিনা বাহিনী যা করেছে তাতে তাঁদের উদ্দেশ্য খুব একটা সুবিধার নয়। গালওয়ান উপত্যকা দখল করতে চাইছে চিন। অন্তত চিনা বাহিনীর গতিবিধি সেদিকেই ইঙ্গিত করছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল প্রকাশ মালিক।

প্রত্যাঘাতে প্রস্তুত ভারতীয় সেনা

প্রত্যাঘাতে প্রস্তুত ভারতীয় সেনা

চিনা বাহিনী যত মরিয়া হয়ে উঠছে গালওয়ান উপত্যকা নিয়ে ভারতীয় সেনা বসে নেই। চিনা বাগিনীকে যোগ্য জবাব দিতে প্রস্তুত কয়েছে ভারতীয় সেনা। হুঙ্কার দিয়েছেন প্রাক্তন সেনা প্রধান। গালওয়ান ভ্যালিতে দুই সেনার সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছে। আহত হয়েছে শতাধিক। তারমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

কূটনৈতিক আলোচনা প্রয়োজন

কূটনৈতিক আলোচনা প্রয়োজন

সেনা প্রধান দাবি করেছেন যে পরিস্থিতি গালওয়ান উপত্যকায় তৈরি হয়েছে তাতে শুধু মাত্র সেনা পর্যায়ের আলোচনায় সমস্যা মিটবে না কূটনৈতিক আলোচনা প্রয়োজন। নির্দেশ পাওয়ার পরেই চিনা সেনাকে প্রতিহত করতে তৎপর হয়েছিল ভারতীয় বাহিনী। চিনা সেনার মোকাবিলায় ভারতীয় বাহিনীকে জরুরি ক্ষমতা দেওয়া হয়েছিল।

২০ জন জওয়ান শহিদ

২০ জন জওয়ান শহিদ

লাদাখে গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। আহত হয়েছেন শতাধিক। ১০ জওয়ানের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে চিনের ৪৩ জন জওয়ান হতাহত হয়েছে বলে সূত্রের খবর। যদিও চিনা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তাদের ৫ জওয়ানের মৃত্যু হয়েছে।

লাদাখে উত্তেজনার মাঝেই ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, চিনের নির্দেশেই হামলা?লাদাখে উত্তেজনার মাঝেই ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, চিনের নির্দেশেই হামলা?

English summary
China want to control galwan vally Indian Army ready to hit back says Ex Army Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X