For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উস্কানি চিনের, গালওয়ান নদীর প্রবাহ রুখতে বুল্ডোজার নামিয়েছে চিন, উপগ্রহ চিত্রে ফাঁস ষড়যন্ত্র

ফের উস্কানি চিনের, গালওয়ান নদীর প্রবাহ রুখতে বুল্ডোজার নামিয়েছে চিন, উপগ্রহ চিত্রে ফাঁস ষড়যন্ত্র

Google Oneindia Bengali News

এখনও শিক্ষা হয়নি। এখনও উস্কানি দিয়ে চলেছে চিন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গালওয়ান নদীর প্রবাহ রুখতে বুল্ডোজার নামিয়েছে চিনা সেনা। এলএসির ওপার থেকে ভারতের লাদাখে বয়ে আসছে গালওয়ান নদী। লাদাখের বাসিন্দাদের জলের উৎসের অন্যতম। সেই নদীর প্রবাহ রুখে ভারতে বিপদে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে চিন।

গালওয়ান নদীর প্রবাহ রোখার চেষ্টা

গালওয়ান নদীর প্রবাহ রোখার চেষ্টা

অস্ত্রে নয় এবার জল না দিয়ে প্রাণে মারার পরিকল্পনা করেছে চিন। তাই সীমান্তের ওপার থেকে বসে আসা গালওয়ান নদীর প্রবাহ রোখার মরিয়া চেষ্টা চালাচ্ছে চিনা বাহিনী। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সীমান্তের ওপারে বুল্ডোজার নামিয়ে গালওয়ান নদীর প্রবাহ রোখার চেষ্টা করছে তারা।

সেনা পর্যায়ে বৈঠক

সেনা পর্যায়ে বৈঠক

লাদাখের গালওয়ান ভ্যালি নিয়ে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠক চলছে দফায় দফায়। বৃহস্পতিবার প্রথম দফার বৈঠক ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দফার বৈঠক চলছে। গালওয়ান ভ্যালিকে চিন নিজের বলে দাবি করে চলেছে। কিন্তু কোনওভাবেই ভারত নিজের জমি ছাড়তে নারাজ।

চিনকে হুঁশিয়ারি ভারতের

চিনকে হুঁশিয়ারি ভারতের

গালওয়ান ভ্যালিতে নির্মম ভাবে ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে চিনা বাহিনী। পাথর লোহার রড, কাঁটাতার জড়ানো লাঠি দিয়ে ভারতীয় জওয়ানদের উপর নৃশংস ভাবে হামলা করেছে। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। এই বলিদান বৃথা যাবে না বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যোগ্য জবাব দিতে জানে বলেও জানিয়েছেন তিনি।

চিনা দ্রব্য বর্জনের ডাক

চিনা দ্রব্য বর্জনের ডাক

এদিকে চিনের এই আচরণের পরেই ভারতে চিনা দ্রব্য বর্জনের ডাক দিয়েছে বাসিন্দারা। যোগ্য প্রতিশোধ দাবি করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। রেল চিনা সংস্থার সঙ্গে ৪১৭ কোটি টাকার বরাত বাতিল করেছে। টেলিকম সংস্থাগুলিকেও চিনা যন্ত্রাংশ ব্যবহার করতে নিষেধ করেেছ টেলিকম মন্ত্রক।

রণসজ্জায় খামতি না রাখতে রাশিয়ার থেকে নতুন যুদ্ধ বিমান কেনার প্রস্তাব ভারতীয় বায়ু সেনার রণসজ্জায় খামতি না রাখতে রাশিয়ার থেকে নতুন যুদ্ধ বিমান কেনার প্রস্তাব ভারতীয় বায়ু সেনার

English summary
China try to stop flowing water of Galwan river bring bulldozer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X