For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলামে রাস্তার কাজ শুরু করল চিন, আপত্তি নেই ভারতের

ডোকলাম সীমান্তের কাছেই এবার পুরনো একটি রাস্তাকে নতুন করে তৈরির কাজ শুরু করে দিল চিন, বিতর্কিত এলাকা থেকে ১০- ১২ কিমি সরে গিয়ে রাস্তা তৈরির কাজ হওয়ায় আপত্তি জানায়নি ভারত

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ডোকলাম সীমান্তের কাছেই এবার পুরনো একটি রাস্তাকে নতুন করে তৈরির কাজ শুরু করে দিল চিন। তবে বিতর্কিত ডোকলাম সীমান্ত থেকে ১০- ১২ কিমি সরে গিয়ে রাস্তা তৈরির কাজ হওয়ায় আপত্তি জানায়নি ভারত। সেনা সূত্রে খবর, যেখানে রাস্তা তৈরি হচ্ছে, সেটা চিন ভূখণ্ডের মধ্যেই, ফলে ভারতের সার্বভৌমত্বে কোনও আঘাত লাগার সম্ভাবনা নেই।

ডোকলামে রাস্তার কাজ শুরু করল চিন, আপত্তি নেই ভারতের

এর আগে চিনের নতুন রাস্তাকে দক্ষিণের দিকে ঝাম্পেরির দিকে ঘোরাতেই আপত্তি জানিয়েছিল ভারত। কারণ ঝাম্পেরির দিকে চিনের রাস্তা এলে তাতে চিকেন্স নেক বা শিলিগুড়ি করিডর পর্যন্ত সহজেই পৌঁছনো সম্ভব বলে মনে করা হচ্ছিল। এরপরই ভারত- চিন সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল ৭৩দিন ধরে।

ডোকলাম সীমান্ত থেকে কিছুটা দুরে এই রাস্তা বছর কয়েক আগে তৈরি করেছিল চিন। সেই রাস্তারই সম্প্রসারণ ও মেরামতির কাজ এখন চলছে বলে জানা গিয়েছে। সেখানে প্রায় ৫০০ চিনা বাহিনীও মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিতর্কিত এলাকা থেকে সরে এলেও ডোকলামে ভারতীয় সেনা যথেষ্টই মোতায়েন রয়েছে বলে সেনাসূত্রে জানা গিয়েছে।

এদিকে চিন বিতর্কিত এলাকা থেকে কিছুটা দুরে সরে ফের সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে শুরু করেছে চিন। ভারতের জন্য যা যথেষ্টই উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া বলেন, ডোকলামে চিন সেনা এখনও রয়েছে, কিন্তু সামার এক্সারসাইজ শেষ হলেই চিন সেনা সরিয়ে নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

English summary
China started road construction at Doklam about 10 kms from face off site, India has no objection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X