For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ দশক পর চিনের সিরিয়াল কিলার 'জ্য়াক দ্য রিপার'-কে যে শাস্তি দেওয়া হল

১৯৮৮ সাল থেকে ১১ জন মহিলাকে নৃশংসভাবে হত্যায় দোষী কুখ্যাত অপরাধী চিনের 'জ্য়াক দ্য রিপার ' গাও শেংগ্যেওং।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৮ সাল থেকে ১১ জন মহিলাকে নৃশংসভাবে হত্যায় দোষী কুখ্যাত অপরাধী চিনের 'জ্য়াক দ্য রিপার ' গাও শেংগ্যেওং। এবার সেই রক্তাক্ত অধ্য়ায়ের ৩ দশক পর তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিল চিন।

৩ দশক পর চিনের সিরিয়াল কিলার জ্য়াক দ্য রিপার-কে যে শাস্তি দেওয়া হল

৫৩ বছরের গাও-এর বিরুদ্ধে ডাকাতি, খুন সহ একাধিক নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১১ জন মহিলাকে নির্রম অত্যাচার করে খুনের মামলা ছিল। শুধু খুন নয়, মহিলাদের হত্যার আগে তাদের ধর্ষণও করেছে এই কুখ্যাত অপরাধী। ১১জন মহিলাকে হত্যার পর তাদের দেহের সঙ্গেও নৃশংসতা কম করেনি গাও।

বিশেষত যুবতী মহিলাদের গাও লক্ষ্য় করত। তারপর তাঁদের পিছন ধাওয়া করে মহিলাদের বাড়ি পর্যন্ত গিয়ে নক্কারজনক ভাবে তাঁদের খুন করত। কাউকে মাথা ঞুকে খুন, কাউকে গলা টিপে খুন করেছে সে। শুধু তাই নয়, মৃতদেহগুলিকেও ছিন্নবিছিন্ন করা শুরু করত সে। গাওয়ের সর্বকনিষ্ঠ শিকার ছিল একটি ৮ বছরের মেয়ে। তাকেও গাও নৃশংসতা থেকে মুক্তি দেয়নি।

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত চিনের মঙ্গোলিয়া ও গাংসু প্রদেশে একের পর এক নৃশংস কীর্তিকাণ্ড চালিয়েছে গাও। তার বিকৃত মানসিকতা অনকেটাই ইতিহাসের পাতার কুখ্যাত খুনি তথা সিরিয়াল কিলার 'জ্যাক দ্য রিপার'-কে মনে করিয়ে দেয়।

English summary
China’s ‘Jack the Ripper’ gets death for killing and mutilating 11 women.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X