For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি

লাদাখের পর কি চিনের নজরে অরুণাচল! বেজিং এর ভুটান-স্ট্র্যাটেজি নিয়ে ঘুঁটি সাজাচ্ছে দিল্লি

Google Oneindia Bengali News

চিনের এক পা পিছনো মানেই ৪ পা এগিয়ে যাওয়া! এমন পদক্ষেপ বারবার দেখেছে ভারত। ফলে বেজিং এর ওপর থেকে বিশ্বাস সরে গিয়েছে দিল্লির। এমন পরিস্থিতিতে ভুটানে চিনা নজরের অস্ফালন অস্বস্তিতে রেখেছে দিল্লিকে।

ভুটানে চিনের নজর

ভুটানে চিনের নজর

বহুদিন ধরেই ভুটানে চিনের নজর তেজ হচ্ছে। ভুটানের সাকতেং অভয়ারণ্য ঘিরে চিন বহুদিন ধরে নজর কষাচ্ছে। গ্লোবাল এনভায়ারনমেন্ট ফেসিলিটি কাউন্সিলে চিন জানিয়েছে ভুটানের এই অংশ তাদের নিজের। এরপর থেকেই উত্তেজনার পারদ চরমে উঠছে।

চিনের ভুটান পদক্ষেপ নিয়ে কেন অস্বস্তিতে দিল্লি?

চিনের ভুটান পদক্ষেপ নিয়ে কেন অস্বস্তিতে দিল্লি?

উল্লেখ্য, ভুটানের যে জমিখন্ডের দিকে নজর রয়েছে চিনের, তা ভারতের অরুণাচলপ্রদেশ সংলগ্ন এলাকা। ভুটানের পূর্ব দিকে ৬৫০ স্কোয়ার কিলোমিটারের এই এলাকা ত্রাশিগাং জেলার সংলগ্ন এলাকায় রয়েছে। আর সেই জেলাই ভারতের অরুণাচল প্রদেশের গা ঘেঁসে অবস্থিত। যে অরুণাচলপ্রদেশকে বহুদিন ধরেই গ্রাস করার স্বপ্ন দেখেছে চিন।

 চিনের 'বিস্তারবাদ' স্ট্র্যাটেজি

চিনের 'বিস্তারবাদ' স্ট্র্যাটেজি

চিন ২০১৪ সাল থেকেই নিজের এলাকার মধ্যে সাকতেং অভয়ারণ্যকে ঢুকিয়ে মানচিত্র প্রকাশ করে চলেছে। যার কঠোর বিরোধিতা করেছে ভুটান। সাফ বার্তায় ভুটান জানিয়েছে এলাকা তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। এতে অন্যকোনও দেশের দখল থাকতে পারেনা।

গালওয়ান পদ্ধতিতেই অরুণাচল দখল

গালওয়ান পদ্ধতিতেই অরুণাচল দখল

গালওয়ানের মতো করেই অরুণাচল প্রদেশ দখল করতে চাইছে চিন! এমনই আশঙ্কা ভুটান সংলগ্ন সাকতেং ঘিরে। ৬১ বছর আগে যেখানে গালওয়ান থেকে চিনা দখল সরে গিয়েছিল, সেখানে আবার ফের চিনা দখলে গালওয়ান আসায় , চিনের কথার খেলাপের প্রবৃত্তি প্রকাশ্যে আসে। যা আশঙ্কায় রেখেছে ভুটানকে। ১৯৮৪ সাল থেকে ভুটানও চিনের সঙ্গে পশ্চিম সীমান্ত নিয়ে সংঘাতে রয়েছে। ফলে দক্ষিণ এশিয়া জুড়ে এমন পরিস্থিতিতে ক্রমেই চিনকে ঘিরে আতঙ্ক বাড়ছে।

স্বাধীন তিব্বতের লড়াই জারি থাকবে! 'বন্ধু' ভারতকে পাশে নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি ধর্মশালা থেকেস্বাধীন তিব্বতের লড়াই জারি থাকবে! 'বন্ধু' ভারতকে পাশে নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি ধর্মশালা থেকে

English summary
China's claim on Butan bordering Arunachal is making Delhi uneasy, here's some facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X