For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলাম নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য খারিজ করল চিন, চাপাল পাল্টা শর্ত

নিঃশর্তভাবে ভারতীয় সেনাকে প্রত্যাহার করা হলে তবেই ডোকলাম সমস্যার সমাধান সম্ভব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের জবাবে এমনটাই জানাল চিন

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নিঃশর্তভাবে ভারতীয় সেনাকে প্রত্যাহার করা হলে তবেই ডোকলাম সমস্যার সমাধান সম্ভব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের জবাবে এমনটাই জানাল চিন। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ডোকলাম সমস্যার সমাধানে চিন শীঘ্রই ইতিবাচক ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি। রাজনাথ আরও বলেন, ভারত কোনওদিনও কারও ওপর আক্রমণ করেনি এবং দেশের সীমানা বিস্তারেরও কোনও চেষ্টা করেনি।

ডোকলাম নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য খারিজ করল চিন, চাপাল পাল্টা শর্ত

কিন্তু ভারত আশাবাদী হলেও ডোকলাম নিয়ে চিন যে আগের অবস্থানেই অনড় তা মঙ্গলবারই বুঝিয়ে দিল চিন। চিনা বিদেশমন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ডোকলামে রাস্তা তৈরিতে বাধা দেওয়া নিয়ে ভারত যে আপত্তি দেখিয়েছে তা হাস্যকর। ডোকলাম সমস্যার সমাধান একমাত্র সম্ভব ভারত যদি সেখান সেনা সরিয়ে নেয়। চিনের এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্য ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

[আরও বড়ুন:লাদাখে খণ্ডযুদ্ধ, ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন ][আরও বড়ুন:লাদাখে খণ্ডযুদ্ধ, ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন ]

গত ২ মাস ধরে ডোকলাম সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনা সেনাবাহিনী। চিন ক্রমাগত ভারতকে যুদ্ধের হুমকি দিয়েই চলেছে। কোনওপক্ষই ডোকলাম সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাজি নয়। এরইমধ্যে গত ১৫ই অগাস্ট লাদাখে চিনা অনুপ্রবেশ রুখে দেয় ভারতীয় জওয়ানরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ঢিল ছোঁড়াছুঁড়িও হয়।

English summary
Withdrawing Indian troops from Doklam is the only solution, replies China on Rajnath Singh's view on Doklam standoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X