For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন এখনও বহু কিছু গোপন করে চলেছে! লাদাখ নিয়ে মুখে শান্তি র বার্তা দিলেও বেজিং কোন রাস্তায় এগোচ্ছে

চিন এখনও বহু কিছু গোপন করে চলেছে! লাদাখ নিয়ে মুখে শান্তি র বার্তা দিলেও বেজিং কোন রাস্তায় এগোচ্ছে

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে চিন ও ভারত দুই তরফের সেনাই ২ কিলোমিটার পিছিয়ে এসেছে। ফলে সীমান্তে শান্তি রক্ষার বাণী নিজের মুখেই দিয়ে চলেছে চিন। আদতে , তার কোনও প্রতিফলই যে তাঁরা বাস্তবের মাটিতে ফেলতে চাইছে না , তা বোঝা যাচ্ছে বেজিং এর একটার পর একটা অবস্থানে ।

কোন ঘটনা লুকোতে চাইছে বেজিং ?

কোন ঘটনা লুকোতে চাইছে বেজিং ?

লাদাখ সীমান্ত থেকে যে চিন সরে আসতে চাইছে আর নিজেকে সরিয়ে নেওয়ার যে বার্তা দিচ্ছে, তা কেবলই মুখে! বাস্তবের মাটিতে চিন যে সংঘাত থেকে দূরে থাকতে চাইছে তা একবারও বলছে না। তথা বহু তথ্য গোপন করছে।

 লাদাখ সীমান্ত ও চিন

লাদাখ সীমান্ত ও চিন

লাদাখে 'ডিসএনগেজমেন্ট' নিয়ে চিনের তরফে বিস্তারে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। ফলে বহু কিছুই চিন গোপন করে যাচ্ছে বলে খবর। লাদাখ সীমান্তে যা হয়েছে তাকে ভারত ও চিনের তরফে 'লিমিটেড ডিসএনগেজমেন্ট

 পরিস্থিতি স্থিতাবস্থার দিকে!

পরিস্থিতি স্থিতাবস্থার দিকে!

চিনের দাবি , পরিস্থিতি খানিকটা কঠোর থেকে হালকার দিকে এগোচ্ছে লাদাখে। সেখানে ইতিমধ্যই ইতিবাচক পদক্ষেপ দুটি দেশের তরফে নেওয়া হয়েছে। বেজিং জানিয়েছে দুটি শিবিরই পরিস্থিতি খানিকটা হালকা করার দিকে এগিয়ে যাচ্ছে।

লাদাখ পরিস্থিতি

লাদাখ পরিস্থিতি

চিন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম, মধ্য ও পূর্ব লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে। ৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। এই এলাকা ভারতের। অন্যদিকে, চিনের দাবি ২ হাজার কিলোমিটারই ভারতের প্রাপ্য।

লাদাখ সীমান্ত নিয়ে রাজনৈতিক তরজা, রাহুল গান্ধীকে 'শিক্ষা' দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর! লাদাখ সীমান্ত নিয়ে রাজনৈতিক তরজা, রাহুল গান্ধীকে 'শিক্ষা' দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর!

English summary
China refuses to share disengagement , whats coocking in Beijing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X