For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর প্রশংসায় চিন! এই বিশেষ 'ইস্যু'-তে ভারতের সঙ্গে হাত মেলানোর ইচ্ছা প্রকাশ বেজিং-এর

দাভোস-এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এ প্রধানমন্ত্রী মোদীর দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করল চিন। মঙ্গলবার দাভোস-এ প্রটেকশনিজম-এর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী মোদী।

  • |
Google Oneindia Bengali News

দাভোস-এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এ প্রধানমন্ত্রী মোদীর দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করল চিন। মঙ্গলবার দাভোস-এ প্রটেকশনিজম-এর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ইস্য়ুতেই ভারতের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে বেজিং।

মোদীর প্রশংসায় চিন! এই বিশেষ 'ইস্যু'-তে ভারতের সঙ্গে হাত মেলানোর ইচ্ছা প্রকাশ বেজিং-এর

[আরও পড়ুন:কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে এক ডায়াসে বসতে নারাজ দেবেগৌড়া][আরও পড়ুন:কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে এক ডায়াসে বসতে নারাজ দেবেগৌড়া]

মূলত, প্রোটেকশনিজম একটি অর্থনৈতিক পরিভাষা। এর দ্বারা বোঝায় , কোনও একটি দেশ,তার নিজের দেশের ব্যবসা বাড়াতে , বা বিদেশী ব্যবসার প্রতিযোগীতা থেকে নিজের দেশের আভ্যন্তরীন ব্যবসাকে রক্ষা করতে চাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়ে থাকে। ভারত এই প্রটেকশনিজমের বিরুদ্ধে সরব হয়েছে। আর ভারতের এই উদ্যোগে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে চিন। উল্লেখ্য, প্রটেকশনিজম প্রসঙ্গে দাভোস-এর মঞ্চে মোদী এদিন পরোক্ষে মার্কিন বাণিজ্য নীতির সমালোচনা করেন।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ মুখোমুখি সংঘর্ষ ,নিহত ৪ পুলিশকর্মী][আরও পড়ুন:ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ মুখোমুখি সংঘর্ষ ,নিহত ৪ পুলিশকর্মী]

ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির সমালোচনা নাম না করে করেন। যা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে বেজিং। চিন জানিয়েছে, সারা বিশ্বের বাণিজ্যের উন্নতির স্বার্থে নরেন্দ্র মোদীর এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবে বেজিং। ভারতের সঙ্গে হাত মিলিয়ে একযোগে কাজ করতে চায় তারা , বলে জানিয়েছে চিন।

[আরও পড়ুন: 'পদ্মাবত'মুক্তির আগের দিন প্রতিবাদে অগ্নিগর্ভ দেশের বহু এলাকা, তাণ্ডব বিক্ষোভকারীদের][আরও পড়ুন: 'পদ্মাবত'মুক্তির আগের দিন প্রতিবাদে অগ্নিগর্ভ দেশের বহু এলাকা, তাণ্ডব বিক্ষোভকারীদের]

English summary
china on Wednesday hailed Indian Prime Minister Narendra Modi's Davos speech against protectionism, saying the two countries can join hands in fighting such practice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X