For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিনের নাছোড়বান্দা মনোভাবকে কড়া জবাব ভারতের! বৈঠকে প্যানগং নিয়ে কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

চিন এখনও নিজের দাবিতে অনড়। লাদাখ পরিস্থিতির সমাধানে ১৫ ঘণ্টা ধরে নবম বৈঠকের শুরু থেকেই চিনের দাবি, প্যানগং য়ের দক্ষিণাংশে চিনের আগে সেনা সরাতে হবে ভারতকে। যার জবাব বৈঠকে সাফ ভাষায় দিয়ে এসেছে ভারতীয় সেনা।

 চিনের বাউন্সার স্টেপ আপ করে ছক্কা!

চিনের বাউন্সার স্টেপ আপ করে ছক্কা!

প্রসঙ্গত, এই বৈঠকের শুরু থেকেই চিন চেয়েছিল যে প্যানগংয়ে দক্ষণপ্রান্ত বরাবর যেন সনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আর তার জবাবে ভারত জানিয়েছে, কথা হলে সমস্ত ফ্রিকশন পয়েন্ট থেকেই সেনা সরানোর কথা হোক। প্রসঙ্গত, গত ২৯ অগস্ট রাতে চিনকে টেক্কা দিয়ে প্যানগংয়ের দক্ষিণ প্রান্ত বরাবর স্ট্র্যাটেজিক শঙ্গ দখল করে ভারত।

 নিজের অবস্থানে অনড় ভারতও

নিজের অবস্থানে অনড় ভারতও

জানা গিয়েছে চিন ভারতের নবম সেনা পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনা আশাতীত হয়েছে। তবে ভারত জানিয়েছ তারা সম্পূর্ণ ডিসএনগেজমেন্টের সপক্ষে রয়েছে। তারা চেয়েছে গোগরা , ডেপসাং সহ সমস্ত জায়গা থেকেই যেন সেনা প্রত্যাহার করে চিন।

 দুই শিবির কোন ক্ষেত্রে একমত?

দুই শিবির কোন ক্ষেত্রে একমত?

প্রসঙ্গত, চিন ও ভারত দুই শিবিরই জানিয়েছে তারা আশাবাদী এই ধরনের বৈঠক নিয়ে। বৈঠকটি বাস্তবমুখী ও ইতিবাচক হয়েছে বলে দুই শিবির দাবি করেছে।

 অষ্টম বৈঠকে চিনের তরফে কোন বার্তা?

অষ্টম বৈঠকে চিনের তরফে কোন বার্তা?

প্রসঙ্গত, অষ্টম বৈঠকে চিনের তরফে ১০ হাজার সেনা সরানোর বার্তা দেওয়া হয়। তার আগে থেকে যদিও ভারত সাফ জানিয়ে এসেছে যে যেহেতু আগ্রাসন চিন দেখিয়েছে , তাই সেনা আগে চিনকেই সরাতে হবে।

English summary
China Insists India to Withdraw Troops From Pangong Tso's First Before PLA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X