For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে ভারত চোখ রাঙাতেই গোগরায় চিনের লালফৌজ কোন পথে হাঁটা শুরু করল! স্যাটেলাইটে নয়া ছবি

লাদাখের গালওয়ান থেকে গোগরায় চিনের লালফৌজ কোন পথে হাঁটা শুরু করল! স্যাটেলাইটের চাঞ্চল্যকর ছবি

  • |
Google Oneindia Bengali News

পিছু হটতে শুরু করেও ফুঁসে উঠেছিল চিন। ১৫ জুনের আগে লাদাখে বেশ খানিকটা পথ পিছিয়ে যেতে থাকে চিনের লাল ফৌজ। তবে তার পর যে আগ্রাসন চিনের সেনা দেখিয়েছে তাতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এমন অবস্থায় ভারত পাল্টা 'মুহতোড়' জবাব দিয়েছে! যার জেরে চিনের সেনা এবার কোন পথে হাঁটতে শুরু করেছে , তা উঠে এলো স্যাটেলাইট চিত্রে।

 স্যাটেলাইটে কী ধরা পড়েছে?

স্যাটেলাইটে কী ধরা পড়েছে?

এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, চিনের লালফৌজ এবার ফের পিছু হটতে শুরু করেছে। চ্যানেলের দাবি, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র দেখা গিয়েছে, গালওয়ানের যে জায়গা থেকে চিনের সেনা আগ্রাসনের উদ্যোগ নিয়ে পথ হাঁটা শুরু করেছিল, সেই পুরনো জায়গাতেই আবার তারা ফিরে গিয়েছে। জানা যাচ্ছে, শুধুমাত্র গালওয়ান উপত্যকাতেই ৫ কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনের সেনা।

 গোগরা হট স্প্রিং এ কোণঠাসা চিন!

গোগরা হট স্প্রিং এ কোণঠাসা চিন!

শুধু গালওয়ান নয়, গোগরা হটস্প্রিং এলাকাতেও চিনের ড্রাগন বাহিনীকে তাড়িয়ে ছেড়েছে ভারতীয় সেনা। স্যাটেলাইটের ছবি তেমনটাই জানান দিচ্ছে বলে খবর। চিনের সেনা ক্রমাগত লাদাখের এই দুই সেক্টর থেকে পিছু হটতে শুরু করে দিয়েছে বলে আপাতত খবর।

চিনের অংশে অ্যাম্বুলেন্স , মার্সিডিজ

চিনের অংশে অ্যাম্বুলেন্স , মার্সিডিজ

স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, চিনের অংশে অ্যাম্বুলেন্স ও মার্সিডিজের মতো গাড়ি রাখা রয়েছে। এছাড়াও একাধিক তাবড় সমরাস্ত্র তারা লাদাখের চৈনিক অংশে মোতায়েন করেছে। এখানেই শেষ নয়, মে মাসের ২২ তারিখ থেকে লাদাখের চিনের দিকের অংশে মেডিক্যাল ফেসিলিটিও থাকতে দেখা গিয়েছে।

 মল্ল যুদ্ধ নিয়ে চিনের দাবি

মল্ল যুদ্ধ নিয়ে চিনের দাবি

চিনের বিদেশমন্ত্রকের দাবি, লাদাখ সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় সেনার জওয়ানরা চিনের অংশ ঢুকে পড়ে। যার জেরে ভারতকে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে চিন। আর সেই কারণেই নাকি চিনের সেনা ভারতীয় সেনার উপর আক্রমণ চালায়। চিনের দাবি তারা শান্তির পক্ষে, তবে ভারত সেই শান্তির আবেদন বার বার ভঙ্গ করছে নানান উস্কানি দিয়ে।

নজরে ছিল নেপাল ভুটান সিকিম লাদাখ! কি ছিল চিনের মাস্টারপ্ল্যান? সামনে এল বিস্ফোরক তথ্যনজরে ছিল নেপাল ভুটান সিকিম লাদাখ! কি ছিল চিনের মাস্টারপ্ল্যান? সামনে এল বিস্ফোরক তথ্য

English summary
China driven out from Galwan, Gogra sector, reveals new satellite images
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X