For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের পাশে নেই চিন! ভারতের প্রত্যাঘাতের পর কি ‘বন্ধু’ হারালেন ইমরান

‘দুঃসময়ে’ কি ‘বন্ধু’কে হারাল পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার পাকি ভুখণ্ডে ঢুকে জঙ্গি নিকেশের পর পাকিস্তানকে কোনও সাহায্যের আশ্বাস বা পাশে থাকার বার্তা দিল না চিন।

  • |
Google Oneindia Bengali News

'দুঃসময়ে' কি 'বন্ধু'কে হারাল পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার পাকি ভুখণ্ডে ঢুকে জঙ্গি নিকেশের পর পাকিস্তানকে কোনও সাহায্যের আশ্বাস বা পাশে থাকার বার্তা দিল না চিন। মঙ্গলবার এক বিবৃতিতে চিনের তরফে দুই দেশকেই সংযম বজায় রাখার বার্তা দেওয়া হল। দু-দেশের সম্পর্ক উন্নতির পরামর্শ দিল চিন।

পাকিস্তানের পাশে নেই চিনও! ভারতের প্রত্যাঘাতের পর কি ‘বন্ধু’ হারালেন ইমরান

পাকিস্তান আশা করেছিল, পাক ভুখণ্ডে ঢুকে ভারতের হামলার পর চিনি সতর্কবার্তা দেবে। পাকিস্তানের প্রতি সহমর্মিতা দেখাবে। কিন্তু হঠাৎ করেই সেই সখ্যতা উধাও। উল্টে দুই দেশকেই সংযম বজায় রেখে চলতে পরামর্শ দিয়েছে। জিংপিং প্রশাসন এ ব্যাপারে সেফ করিডরো থাকতে চেয়েছে।

চিনের বিদেশমন্ত্রক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের উচিত সম্পর্কের উন্নতিতে জোর দেওয়া। কূটনৈতিকমহল মনে করছে, চিনের এই বার্তা পাকিস্তানের পক্ষে হতাশজনক। এই বার্তায় সরাসরি পাকিস্তানের পাশে থাকার বার্তা নেই। ভারত নিয়ম মেনে চিনকেও সন্ত্রাসদমনে বায়ুসেনার প্রত্যাঘাতের কথা জানিয়েছে।

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়, এয়ারস্ট্রাইক চালিয়ে পাক ভুখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। বালাকোট, চাকোটি ও মুজফ্ফরবাদে তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ৩০০ জঙ্গিকে নিকেশ করেছে তাঁরা। এই ঘটনায় জইশের শীর্ষনেতারা নিহত হয়েছেন বলেও দাবি। ভারতের বার্তার পর চিন দুই দেশ থেকেই সমদূরত্ব বজায় রেখে চলার কথা জানায়।

English summary
China doesn’t stand for Pakistan after Indian Air force strike. China reacts upon the airstrike in Pakistan, but not stands beside Imran Khan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X