For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলামে গোপনে হেলিপ্যাড, পরিখা তৈরি করে ফের অশান্তি পাকানোর চেষ্টা চিনের, কী অবস্থান ভারতের

ডোকলামে যে এলাকায় গতবছরে দু'মাসের বেশি সময় ধরে ভারত-চিন সেনা বিবদমান অবস্থান করেছিল, সেই অঞ্চলেই ফের গোলমাল পাকানোর চেষ্টা করে চলেছে চিন।

  • |
Google Oneindia Bengali News

ডোকলামে যে এলাকায় গতবছরে দু'মাসের বেশি সময় ধরে ভারত-চিন সেনা বিবদমান অবস্থান করেছিল, সেই অঞ্চলেই ফের গোলমাল পাকানোর চেষ্টা করে চলেছে চিন। ফের ওই এলাকায় সেনা মোতায়েন করে ফেলেছে চিন এবং শুধু তাই নয়, ওই এলাকায় হেলিপ্যাড ও পরিখা তৈরির কাজ চলছে পুরোদমে।

ডোকলামে গোপনে হেলিপ্যাড, পরিখা তৈরি করে ফের অশান্তি পাকানোর চেষ্টা চিনের, কী অবস্থান ভারতের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই খবর জানিয়েছেন। অর্থাৎ ভারত সরকার চিনের কার্যকলাপ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল রয়েছেন। বেজিং যে সীমান্ত এলাকায় সমানে উসকানিমূলক আচরণ করে চলেছে তা নয়াদিল্লি বুঝতে পারছে বিলক্ষণ।

২০১৭ সালে দুই পক্ষই পারস্পরিক আলোচনার পর সেনা সরিয়ে নেয় ডোকলামের বিতর্কিত এলাকা থেকে। তবে গত শীতে ফের চিনের সেনা ডোকলাম এলাকায় রাস্তা নির্মাণ শুরু করে। যা নিয়ে ভারত আপত্তি জানায়। সরে যাওয়ার কথা বললেও পরে উপগ্রহচিত্রে ধরা পড়েছে ডোকলাম এলাকায় পিছনেই চিন নিজেদের সীমার মধ্যে জোরকদমে নির্মাণকার্য শুরু করেছে।

গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রপতি সুভাষ ভামরে জানিয়েছিলেন, ভারত-চিন সীমান্তে পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে উঠেছে। যা ভবিষ্যতে আরও জটিল হয়ে উঠতে পারে। নির্মলা সীতারমনের দাবি সেই বক্তব্যকেই নিশ্চিত করল।

এই বিষয়ে চিনের সঙ্গে কি আলোচনা করবে ভারত? নির্মলা বলেছেন, সীমান্ত সমস্যা সহ সমস্ত বিষয় নিয়মিত প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করা হয়। এই বিষয় নিয়েও আলোচনা হবে। তবে ঘটনা হল, চিন সামনে আলোচনা করলেও পিছনে সীমান্ত এলাকায় দখলদারির চেষ্টা সমানে চালিয়ে যাচ্ছে। এই অবস্থা নিয়ে ভারত কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

English summary
China has undertaken construction of helipads, sentry posts and trenches for its army in Doklam area, confirms Nirmala Sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X