For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ান উপত্যকার উত্তেজনা নিয়ে দায় এড়াতে মরিয়া চিন! দিল্লিকে কোন বার্তা পাঠাল বেজিং?

Google Oneindia Bengali News

সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে ভারতের সঙ্গে কাজ রাজি চিন৷ তবে, একইসঙ্গে ভারতকে এগিয়ে আসার বার্তা চিনের রাষ্ট্রদূতের৷ বেজিংয়ের বার্তা, এই সংঘর্ষ ও সন্দেহ দুই দেশের মানুষের মৌলিক ইচ্ছায় বাধা হয়ে দাঁড়াচ্ছে৷

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য

একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাত্কারে চিনে রাষ্ট্রদূত সান ওয়েইডং বলেন, 'ভারত ওচিন নিজেদের দূরত্ব মেটাতে সক্ষম৷ কিন্তু একই সময়ে দিল্লিকেও দায়িত্ব নিতে হবেযাতে পূর্ব লাদাখে পরিস্থিতি আর জটিল না হয়৷ আমরা আশা করছি, চিনের মতো ভারতও এই উত্তেজনা প্রশমনে এগিয়ে আসবে৷ পাশাপাশি এমন কিছু দৃঢ় পদক্ষেপ করবে যাতে সীমান্তেপরিস্থিতি স্থিতিশীল থাকে৷' একইসঙ্গে তিনি বলেন, 'বর্তমানে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য।'

ছয় সপ্তাহ ধরে লাদাখে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন

ছয় সপ্তাহ ধরে লাদাখে সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন

বিগত ছয় সপ্তাহ ধরে পূর্ব লাদাখের বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়েছে ভারত-চিন সেনা ৷সীমান্তে উত্তেজনা আরও বাড়ে যখন ১৫ জুন গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা৷ ভারতের পাল্টা জবাবে চিনের তরফে হতাহত হন কমপক্ষে ৪৩ জন।

পারস্পরিক সম্মান ও সাহায্য দরকার

পারস্পরিক সম্মান ও সাহায্য দরকার

চিনের রাষ্ট্রদূত বলেন, 'দুই দেশের দীর্ঘকালীন ইচ্ছে পূরণের একমাত্র নিশ্চিত পথ হল পারস্পরিক সম্মান ও সাহায্য৷' একইসঙ্গে তিনি দাবি করেন, এই উত্তেজনা কমানোর ভার একমাত্র চিনের নয়৷ সানওয়েইডং বলেন, 'চিন গালওয়ানের মতো আরও একটি ঘটনার মুখোমুখি হতে চায় না৷'

চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ

চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ

সানওয়েইডং বলেন, 'চিনও ভারত দুটোই বৃহত্তম উন্নয়নশীল দেশ৷ এই দুই দেশের সঙ্গে এক বিলিয়নেরও বেশিমানুষের স্বার্থ জড়িত৷ একইসঙ্গে এই দুই দেশেরই নিজেদের উন্নয়ন ও পুনরুজ্জীবন উপলব্ধির ঐতিহাসিক কাজ রয়েছে৷'

সমস্ত দায় চিনের নয়

সমস্ত দায় চিনের নয়

চিনের রাষ্ট্রদূতের অভিযোগ, 'সমস্ত দায় চিনের নয়৷ চিনের সেনাদের উসকানি দিতে ও তাঁদরে উপর হামলা করতে ভারতের তরফেনিয়ন্ত্রণরেখা অতিক্রম করা হয়েছিল৷ দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে যেচুক্তি হয়েছে তা গুরুতরভাবে লঙ্ঘন করেছে ভারতীয় সেনা৷'

লাদাখের আকাশসীমায় এবার চিনা ড্রোন! গালওয়ানে পিএলএ-র অবস্থান নিয়ে চূড়ান্ত ধোঁয়াশালাদাখের আকাশসীমায় এবার চিনা ড্রোন! গালওয়ানে পিএলএ-র অবস্থান নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা

English summary
China asks India to restrain to deescalate situation in Ladakh amid Galwan Valley Face off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X