For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনাথ সিংয়ে অরুণাচল প্রদেশ সফর নিয়ে ফের আপত্তি জানাল চিন

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের অরুণাচল প্রদেশ সফর নিয়ে আপত্তি জানাল চিন। সেদেশের সরকারি তরফে বিবৃতি দেওয়া হয়েছে এই বলে যে চিন কখনই উত্তর-পূর্ব ভারতের এই অংশকে ভারতের অংশ বলে মানতে রাজি নয়। কারণ তারা এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত নামে ডাকে।

রাজনাথ সিংয়ে অরুণাচল প্রদেশ সফর নিয়ে ফের আপত্তি জানাল চিন

বৃহস্পতিবার সাধারণ নাগরিক ও সেনার বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে আরও উৎসাহ দিতে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

রাজনাথের এই সফর নিয়েই চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেন শুয়াং বলেছেন, অরুণাচল প্রদেশকে কোনওদিনই মান্যতা দিতে রাজি নয় চিন। এই অঞ্চলে ভারতীয় নেতাদের কার্যকলাপের চূড়ান্ত বিরোধিতা করে চিন। এই অঞ্চলে শান্তি রক্ষার খাতিরে ভারতের এমন কিছু করা উচিত নয় বলেও চিনা বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।

ঘটনা হল, চিন কোনওদিনই অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে মানতে রাজি নয়। এই অঞ্চলকে তারা দক্ষিণ তিব্বত নামে ডাকে। সীমান্ত সমস্যা মেটাতে এর আগে ২১ রাউন্ড বৈঠক হয়েছে দু'দেশের। এই অঞ্চলে ভারত ও চিনের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার লম্বা সীমান্তরেখা রয়েছে। এর আগেও বারবার ভারতীয় রাজনেতাদের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছে চিন। এবারও তার অন্যথা হল না। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল সফর নিয়েও চিন আপত্তি জানিয়েছে।

English summary
China again made objection of defense minister Rajnath Singh's Arunachal Pradesh visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X