For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের হাড়হিম করা কাহিনি সামনে এলো! মুখ খুলল অভিযুক্ত খুনী

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের হাড়হিম করা নেপথ্য কাহিনি প্রকাশ্যে ! অভিযুক্ত খুনী যা জানাল

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র ধবোলকার থেকে গোবিন্দ পানসারে এবং গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে গোটা দেশে তোলপাড় হয়েছে বিস্তর। কট্টরপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে এঁরা সকলেই মুখ খোলায় একের পর এক নৃশংস খুন হয়ে গিয়েছে এদেশের মাটিতে। এবার গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি ও ব্লুপ্রিন্ট নিয়ে মুখ খুলল খোদ খুনীই। পুলিশকে সে জানিয়েছে কিভাবে ঠাণ্ডা মাথায় দিনের পর দিন ছক কষে কট্টরপন্থী সংঠনগুলির ওই সদস্যরা একের পর এক খুন করে গিয়েছে।

 অভিযুক্তের বয়ান

অভিযুক্তের বয়ান

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের অভিযুক্ত খুনী শরদ কালাস্কর গত অক্টোবরে ধরা পড়ার পর পুলিশের সামনে গোটা পরিস্থিতি খোলসা করেছে। সে জানিয়েছে ঘটনার জন্য অস্ত্র আর বাকি আয়োজনের দায়িত্বে সে ছিল। পাশাপাশি খুনের পর অস্ত্র লোপাট করার দায়িত্বেও সে ছিল।

 কিভাবে ঠিক হয়েছিল কাদের হত্যা করা হবে?

কিভাবে ঠিক হয়েছিল কাদের হত্যা করা হবে?

শরদ কলাস্কর এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, বেলগামে একটি বৈঠকে ঠিক হয় যাঁরা দক্ষিণপন্থীদের বিরোধ করছে তাঁদেরই হত্যা করা হবে। তার মধ্যে উঠে আসে গৌরী লঙ্কেশের নাম।তখনই ঠিক হয় গৌরী লঙ্কেশকে হত্যা করা হবে। সেই খুনের কোডনেম ঠিক হয় 'ইভেন্ট'।

পাহাড়ে উঠে বন্দুকবাজির প্রশিক্ষণ

পাহাড়ে উঠে বন্দুকবাজির প্রশিক্ষণ

হত্যাকাণ্ডে জড়িত পরশুরাম ওয়াঘমারে,শরদ কলস্কররা ১৫-২০ দিন ধরে এক পাহাড়ে উঠে বন্দুকবাজির প্রশিক্ষণ নেয়। এরপর আসে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। যেদিন গৌরী লঙ্কেশের শরীরে ঢোকানো হয়েছে একের পর এক বুলেট। এরপর বন্দুককে আলাদা আলাদা অংশে ভাগ করে মুম্বই-নাসিক হাইওয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়।

English summary
Code Name For Gauri Lankesh's Murder Was 'Event', Says Alleged Killer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X