For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে অংশ নেবে না শিশুরা, দিল্লি পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নিষেধাজ্ঞা

প্রজাতন্ত্র দিবসে অংশ নেবে না শিশুরা

Google Oneindia Bengali News

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের মহড়া জোর কদমে শুরু হয়ে গিয়েছে। কোভিড বিধি মেনে এ বছরও ২৬ জানুয়ারির প্যারেড অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে যে কোভিড–১৯ আতঙ্কের কারণে এ বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দর্শকদের মধ্যে কোনও শিশুকে দেখা যাবে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে তাতে বলা হয়েছে যে ১৫ বছরের নীচে শিশুদের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে অংশ নিতে বারণ করা হয়েছে।

সম্পূর্ণ টিকাকরণ ছাড়া প্যারেড অনুষ্ঠানে আসা যাবে না

সম্পূর্ণ টিকাকরণ ছাড়া প্যারেড অনুষ্ঠানে আসা যাবে না

নির্দেশিকায় এও বলা হয়েছে যে যাদের সম্পূর্ণভাবে টিকাকরণ করানো নেই তারাও ২৬ জানুয়ারির প্যারেডে অংশ নিতে পারবে না। এর অর্থ হল এই অনুষ্ঠানে ১৮ বছরের নীচে কোনও দর্শক অংশ নিতে পারবে না। এই মাসেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। দিল্লি পুলিশ টুইট করে বলেছে, '‌মুখে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখা সহ এই নির্দেশিকায় কড়া কোভিড-সুরক্ষিত আচরণ মেনে চলার কথা বলা হয়েছে, এর পাশাপাশি অ্যান্টি-করোনা ভাইরাস ভ্যাকসিনের দু'‌টি ডোজ নেওয়াও প্রয়োজন। দর্শকদের অনুরোধ করা হয়েছে তাঁরা যেন ভ্যাকসিনের শংসাপত্র বহন করে আনেন।'‌

কোভিড টিকাকরণ কর্মসূচি

কোভিড টিকাকরণ কর্মসূচি

গত বছর ১৬ জানুয়ারি স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের নিয়ে জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হয়, এরপর তা ১৮ বছরের ঊর্ধ্বে সব বয়সের জনগোষ্ঠীর জন্য এক এক পর্যায় শুরু হতে থাকে। চলতি মাসে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকাকরণ শুরু হয়ে যায়। এর পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী সহ ৬০ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ ও একাধিক রোগে আক্রান্ত ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রসঙ্গত, দিল্লি জুড়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট প্রচণ্ডভাবে দেখা গিয়েছে।

দর্শকদের জন্য নিয়ম

দর্শকদের জন্য নিয়ম

দিল্লি পুলিশ তাদের নির্দেশিকায় উল্লেখ করেছে যে দর্শকদের জন্য আসন গ্রহণ করার ব্লকগুলি সকাল সাতটা থেকে খুলে দেওয়া হবে প্রজাতন্ত্র দিবসের দিন। প্যারেড অনুষ্ঠানের জায়গায় পার্কিংয়ের সুবিধা সীমিত থাকার জন্য পুলিশ দর্শকদের কারপুল বা ট্যাক্সি পরিষেবা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। দর্শকদের বৈধ পরিচয়পত্র নিয়ে আসারও অনুরোধ করেছে পুলিশ। পুলিশ টুইট করে বলেছে, '‌প্রতিটি পার্কিং এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত গাড়ির তালা চাবি জমা করার ব্যবস্থা থাকবে।'‌

 প্রজাতন্ত্র দিবসের দিন সুরক্ষা ব্যবস্থা

প্রজাতন্ত্র দিবসের দিন সুরক্ষা ব্যবস্থা

দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এর আগেই জানিয়েছিলেন যে ২৭ হাজারের ওপর পুলিশ কর্মী সুরক্ষার কাজে মোতায়েন করা হবে জাতীয় রাজধানীতে এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে সন্ত্রাসবিরোধী ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আস্থানা প্রজাতন্ত্র দিবসের সুরক্ষা ব্যবস্থা নিয়ে জানিয়েছেন যে ৭১ জন ডিসিপি, ২১৩ জন এসিপি ও ৭৫৩ জন ইনস্পেক্টর সহ ২৭,৭২৩ জন পুলিশ কর্মী প্যারেডের জন্য মোতায়েন করা হবে। এদেরকে সহযোগিতা করবে সিএপিএফের ৬৫ কোম্পানি। আস্থানা এও জানিয়েছেন যে প্রজাতন্ত্র দিবসে যান চলাচলের বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যাতে রুটগুলিতে নির্দিষ্ট বিধি-নিষেধ উল্লেখ করে যাতে সাধারণ জনগণের কোনও অসুবিধা না হয়।

 ইউএভি, প্যারাগ্লাইডার এবং হট এয়ার বেলুন নিষিদ্ধ

ইউএভি, প্যারাগ্লাইডার এবং হট এয়ার বেলুন নিষিদ্ধ

একটি সাম্প্রতিক আদেশ অনুসারে, প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য জাতীয় রাজধানীতে ইউএভি, প্যারাগ্লাইডার এবং হট এয়ার বেলুন সহ সাব-কনভেনশিয়াল বায়বীয় প্ল্যাটফর্মগুলির পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, ২০ জানুয়ারি থেকে এই আদেশ জারি হয়েছে যা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

English summary
children not to allowed in republic day parade event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X