বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, রেহাই মিলছে না শিশু-কিশোরদেরও
করোনা নিয়ে উত্তাল বিশ্ব। তারপরে হানা আবার করোনার নতুন প্রজাতি ওমিক্রনের। যা জেরে মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ক্রমশই বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। ওমিক্রন কমবয়সীদেরও ছাড়ছে না। আমাদের রাজ্যেও এক ৭ বছরের শিশু আক্রান্ত হয়ে এসেছিল বাইরের রাজ্য থেকে। তবে সে সুস্থ হয়ে গিয়েছে। ফলে শিশু-কিশোরদেরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

শিশুদের মধ্যে কিন্তু প্রথম থেকেই ইমিউনিটি এতই বেশি যে চিন্তার কোনও কারণ ছিল না বলে মনে করতেন অনেক চিকিৎসকরা। করোনার দ্বিতীয় ঢেউ এর পর থেকেই চিকিৎসকরা জানান, তৃতীয় ঢেউ এলে শিশুরা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। গবেষকরা বলছেন শিশুদের ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি।
দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও আতঙ্ক বাড়িয়ে উদ্বেগ বাড়াছে করোনার নয়া রূপ ওমিক্রন। গতকালকের তুলনায় আজকে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে এক লাফে অনেকটা বেড়েছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যা নিয়ে দেশবাসী বেশ চিন্তিত হয়ে উঠেছে।
প্রসঙ্গত, গতকালের চেয়ে অনেকটাই কমছে কোভিড-১৯ এর দৈনিক সংক্রমণ। একদিনে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৬৫০ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৪ জন। এদিকে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮জন।
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মহারাষ্ট্র এবং দিল্লিতে বেশি বাড়ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, তিনি দিনে এক লক্ষ কোভিড ১৯ সংক্রমণ সামাল দিতে প্রস্তুত। অর্থাৎ নয়া প্রজাতির সংক্রমণের মোকাবিলায় প্রস্তুতি নিয়ে ফেলেছে কেজরিওয়াল সরকার। কারণ দিল্লিতে গত কয়েকদিনে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ অনেকটাই বেড়েছে।
ওমিক্রন, আইনশৃঙ্খলা, পাঁচরাজ্যে ভোট করাতে বাধা কম নয় নির্বাচন কমিশনের
এদিকে, পাল্লা দিয়ে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৩২ জন। সেখানে গত একদিনে কারোর মৃত্যু খবর পাওয়া যায়নি। অন্যদিকে, দিল্লিতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১১৮ মানুষ। যা নিয়ে বেশ উদ্বেগ বাড়ছে।