কাশ্মীরে নাবালকদের জোর করে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে! চাঞ্চল্যকর রিপোর্ট পেশ আমেরিকার
কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের জন্য বাধ্য করা হচ্ছে নাবালকদের। এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। জানা গিয়েছে যে কাশ্মীরে বিভিন্ন জঙ্গি সংগঠন ১৪ বছরের নাবালকদেরও জোর করে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি দেশের মাওবাদীরও নাবালকদের দলে টানছে বলে রিপোর্টে জানানো হয়।

নাবালকদের হিউম্যান শিল্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে
অনেক ক্ষেত্রেই এই নাবালকদের হিউম্যান শিল্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে। আবার আইইডি ব্যবহার করতেও ব্যবহার এদের প্রশিক্ষণ দেওয়া হয়। কোনও কোনও ক্ষেত্রে এই কার্যকলাপের জন্য মাওবাদীরা ১২ বছরের নাহালকদেরও দলে নেয় বলে জানাচ্ছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টটি।

জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীর
এদিকে এদিনও জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীর। কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলা। এদিন সকালেই ঘটনাটি ঘটে অনন্তনাগের বিজবেহারায়। জানা গিয়েছে, হাইওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত ১ জন জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই হামলায় এক শিশুরও মৃত্যু হয়েছে।

নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি
এছাড়া এদিন কাশ্মীরেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের ঘটনা। গতরাতে ওই এলাকায় অভিযান চালায় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। রাতেই জঙ্গিদের গুলিতে তিন নিরাপত্তারক্ষী জখম হন। ভোর থেকে ফের শুরু হয় গুলির লড়াই।

জঙ্গিদের খোঁজে তাল্লাশি
জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে গতরাতে ত্রালের চেওয়া উলার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। ভোরে শুরু হয় গুলির লড়াই। সেই ঘটনাতেই নিহত হয় তিন জঙ্গি। সেনার তরফে জানা গিয়েছে ত্রালের চেওয়া উলার ছাড়াও আরও কয়েকটি এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। এদিকে অনন্তনাগের ঘটনাতেও তদন্ত শুরু করছে পুলিশ। সেখানেও তল্লাশি শুরু হয়েছে।

পেট্রোলের দাম বাড়িয়ে লাভের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ দিগ্বিজয়ের