For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ স্কুল বাথরুমে ছাত্রের দেহ, 'নীল তিমি' গেম যোগের সম্ভবনা

আর কত প্রাণ নেবে ব্লু হোয়েলের মারণ খেলা। গুরুগ্রামে স্কুলের টয়লেট থেকে উদ্ধার মৃতদেহ তুলে দিচ্ছে অনেক প্রশ্ন।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

এবার কী শিশুরাও শিকার হচ্ছে ব্লু হোয়েল গেমের। এমন আশঙ্কাই উসকে দিয়েছে একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। শুক্রবার সকালে গুরুগ্রামের একটি বিখ্যাত স্কুলের টয়লেট থেকে উদ্ধার হয়েছে একটি ছাত্রের মৃতদেহ।

স্কুল রাথরুমে ছাত্রের দেহ, 'নীল তিমি' গেমে যোগের সম্ভবনা

শুক্রবার স্কুল খোলার সঙ্গে সঙ্গেই বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুলের বন্ধ টয়লেট থেকে উদ্ধার হয় সাত বছরের একটি শিশুর দেহ। যাঁর ঘাড়ের কাছে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশেই উদ্ধার হয়েছে ছুরি।

এদিকে সোহনা রোডের ধারে এই স্কুলের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্কুলের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। কীভাবে খুন হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এর সঙ্গে সাম্প্রতিক খেলা ব্লু হোয়েল গেমের যোগসাজশ থাকতে পারে।

এতেও কি নীল তিমির ছায়া

ভারতের বিভিন্ন জায়গায় টিন এজারদের মধ্যে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে এই ব্লু হোয়েল গেমের জেরে। তবে মাত্র সাত বছরের শিশু কী করে এই গেমের শিকার হল তা নিয়ে প্রশ্ন থাকছে। ব্লু হোয়েলে বিভিন্ন ভাবে নিজেকে আঘাত করার যে টাস্ক থাকে তার জেরে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছ। তবে খুনের বিষয়টিও নজর এড়াচ্ছে না পুলিশের।

ব্লু হোয়েল গেমে- মারাত্মক থাবা যে ভাবে গ্রাস বিস্তার করছে তাতে ক্রমশই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে । আর গুরুগ্রামে যেভাবে মাত্র ৭ বছরের শিশুর রক্তাত দেহ উদ্ধার হল এবং তার সঙ্গেও ব্লু হোয়েলের যোগ খোঁজা হচ্ছে তাতে পরিস্থিতি আরও ভয়াবহ দেখাচ্ছে।

English summary
Child's body recovered from Gurugram's reknowned school's toilet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X