For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের জন্য এই ৮ বছরের শিশু দান করেছে তার পিগি ব্যাঙ্ক, পূরণ হল তার সাইকেলের স্বপ্নও

কেরলের বন্য়া আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করতে তামিলনাড়ুর ৮ বছরের শিশু অনুপ্রিয়া, সাইকেল কেনার জন্য একটু একটু করে পিগি ব্যাঙ্কে জমানো ৮ হাজার ২৪০ টাকা দান করেছে কেরলের বন্যা ত্রাণ তহবিলে।

  • |
Google Oneindia Bengali News

সাইকেলের স্বপ্ন পূরণ হল অনুপ্রিয়ার। কেরলের বন্য়া-দুর্গত মানুষগুলোকে সাহায্য করতে তামিলনাড়ুর ৮ বছরের এই শিশু, সাইকেল কেনার জন্য একটু একটু করে পিগি ব্যাঙ্কে জমানো ৮ হাজার ২৪০ টাকা দান করেছে কেরলের বন্যা ত্রাণ তহবিলে। হিরো সাইকেল সংস্থা তার এই কাহিনি জানতে পেরে মঙ্গলবার তাকে একটি সাইকেল উপহার দিয়েছে।

কেরলের জন্য এই ৮ বছরের শিশু দান করেছে তার পিগি ব্যাঙ্ক, পূরণ হল তার সাইকেলের স্বপ্নও

ঠিক কত বড় বিপর্যয় ঘটে গিয়েছে কেরালায় তা বোঝার মতো বয়স হয়নি তার। বোঝেনি তার সিদ্ধান্ত কতটা মূল্যবান। কিন্তু তার কথা সোমবার ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। আর সেই কথা জেনে হিরো সাইকেল তাকে একটি সাইকেল উপহার দেবে বলেছিল। এদিন তামিলনাড়ুর এক শোরুমে সংস্থার চেয়ারম্যান ও এমডি পঙ্কজ এম মুঞ্জল তার হাতে সাইকেল তুলে দেন। তিনি জানিয়েছেন অনুপ্রিয়াকে প্রতিবছর একটি করে নতুন সাইকেল দেবে তাঁদের সংস্থা।

[আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের][আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের]

তবে অনুপ্রিয়া স্পষ্ট জানিয়েছে, 'সাইকেল পাব বলে আমি এই কাজ করিনি, আমি সাহায্য করতে চেয়েছিলাম। আর আমার বন্ধুদেরও সবাইকে বলেছি সাহায্য করার জন্য'। জটিলতাহীন তাঁর শিশুমন সাড়া দিয়েছে মানবিক আবেদনে।

[আরও পড়ুন: কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও ][আরও পড়ুন: কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও ]

গত বছরই সাইকেল কেনার জন্য বায়না ধরেছিল অনুপ্রিয়া। কিন্তু একা একা বাইরে যাওয়ার পক্ষে সে এখনও অনেক ছোট। তাই রাজি হননি তার বাবা শিবা শনমুগানাথন । তাতেই সে ঠিক করে পিগি ব্যাঙ্কে জমানো টাকা দিয়ে নিজেই কিনবে সাইকেল। আর সেই কারণেই রোজ টাকা জমাতো পিগি ব্যাঙ্কে। গত শুক্রবার বাবার সঙ্গে বসে টিভি দেখতে গিয়েই বদলে যায় তার সাইকেল কেনার ভাবনা। সে জানিয়েছে, 'টিভিতে দেখলাম বহু অল্পবয়সী বাচ্চারা বন্যায় খুব কষ্টে আছে। তখনই বাবাকে বলি আমি আমার জমানো টাকাগুলো ওদের জন্য দিয়ে দেব।'

এরপরই সে তার পাঁচ-পাঁচটি পিগি ব্যাঙ্ক খুলে জমানো সব কয়েন বের করে নেয়। সোমবারই প্লাস্টিকে মুড়ে সেই সবটা সে বাবার সঙ্গে ব্যাঙ্কে গিয়ে দান করেছে কেরলের বন্যাত্রাণে। তার বাবা জানিয়েছেন, ছোটর থেকেই সঞ্চয়ের অভ্যাস করানোর জন্যই মেয়েকে পিগি ব্যাঙ্ক কিনে দিয়েছিলেন। কিন্তু তার থেকে যে মেয়ে এরকম শিক্ষা নেবে তা তিনিও কল্পনা করেননি কোনওদিন। মেয়ের এই সিদ্ধান্তে অত্যন্ত গর্বিত তার বাবা-মা।

[আরও পড়ুন: কেরলে আটক রাজ্যবাসীর জন্য বাংলায় কল সেন্টার খোলা হোক, মোদীকে আবেদন অধীরের][আরও পড়ুন: কেরলে আটক রাজ্যবাসীর জন্য বাংলায় কল সেন্টার খোলা হোক, মোদীকে আবেদন অধীরের]

English summary
In order to help the flood affected people of Kerala, a 8-year-old child from Tamil Nadu, donated her piggy banks to Kerala relief fund. Hero cycle has given her a bike on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X