For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত জিতেন্দ্র কুমারের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা এমপি মুখ্যমন্ত্রীর

শহীদ পরিবারকে ক্ষতিপূরণ

Google Oneindia Bengali News

দেখতে দেখতে চার দিন কেটে গেলেও ভারতীয় সেনা বাহিনীর সর্বাধিনায়কের মৃত্যুতে শোকের সাগরে ডুবে রয়েছে গোটা দেশ। হরিদ্বারে গঙ্গায় অস্থি বিসর্জনের পরেও জেনারেল বিপিন রাওয়াতকে 'অতীত' বলতে নারাজ আসমুদ্র-হিমাচল। এই দুর্ঘটনায় সিডিএসের সঙ্গে প্রাণ হারিয়েছন সেনাবাহিনীর অন্য ১১ জন কর্মকর্তা। তাঁদের মধ্যে অন্যতম নায়েক জিতেন্দ্র কুমার বর্মা।

অন্তিম যাত্রায় জিতেন্দ্র

অন্তিম যাত্রায় জিতেন্দ্র

মধ্যপ্রদেশের বাসিন্দা নায়েক জিতেন্দ্র কুমার বর্মা কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ১২ ডিসেম্বর তাঁর মরদেহ আনা হয় মধ্যপ্রদেশে। সেখানে তাঁর বাসভূমি ধামান্দা গ্রামে উপস্থিত হন বহু জনগণ। সবাই চোখের জলে শেষ বিদায় জানান নায়েক জিতেন্দ্র কুমারকে। শেষ শ্রদ্ধা জনাতে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গান স্যালুট আর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় সেনা আধিকারিকের।

 শিবরাজ সিং চৌহানের ঘোষণা

শিবরাজ সিং চৌহানের ঘোষণা

প্রয়াত সেনা আধিকারিক নায়েক জিতেন্দ্র কুমার বর্মাকে শেষ বারের মত বিদায় জানিয়ে তাঁর পরিবারের জন্য বড় ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। হিন্দিতে একটি টুইট করে সেখানে শিবরাজ সিং চৌহান লেখেন, "অমর শহীদ জিতেন্দ্র কুমার জি শুধু ধামান্দার গর্ব নয়, মধ্যপ্রদেশ ও সমগ্র দেশের গর্ব। আমি এই গুণী আত্মা ও তাঁর পিতামাতা এবং স্ত্রীকে সমবেদনা জানাই।" সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, শহীদ জিতেন্দ্র কুমারের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেবে মধ্যপ্রদেশ সরকার। পাশাপাশি তাঁর স্ত্রীকে সরকারি চাকরি প্রদান করা হবে।

 পিতাহারা পুত্র

পিতাহারা পুত্র

প্রসঙ্গত, শহীদ নায়েক জিতেন্দ্র কুমার বর্মার একটি ১৩ বছরের পুত্র রয়েছে। তার প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন বাবার শেষকৃত্যে উপস্থিত ছিল জিতেন্দ্র কুমার বর্মার ছেলেও। এছাড়া উপস্থিত ছিলেন তাঁর বাবা ও ভাই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Madhya Pradesh Chief Minister announced compensation of money and job to the martyr Naik Jitendra Kumar's family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X