For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধরাশায়ী পদ্ম শিবির! কেরলে বামেদের বড় জয়ের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা পিনরাই বিজয়নের

ধরাশায়ী পদ্ম শিবির! কেরলে বামেদের বড় জয়ের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা পিনরাই বিজয়নের

  • |
Google Oneindia Bengali News

একুশের বিধানসভা ভোটের আগে কেরলের পুর-পঞ্চায়েত ভোটকেই কার্যত সেমিফাইনাল হিসাবে দেখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার তেই ফের বাজিমাত করল বামেরা। বুধবার দিনব্যাপী নির্বাচনী গণনার পর অবশেষে জয় সুনিশ্চিত হতেই এবার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন সিপিআইএম নেতা তথা কেরলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

পঞ্চায়েত স্তরেও বাজিমাত বামেদের

পঞ্চায়েত স্তরেও বাজিমাত বামেদের

বুধবারের নির্বাচনী ফলাফলে গোটা কেরল জুড়েই ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের জয়জয়কার। ৯৪১টি আসনে ৫০০টির বেশি জিতেছে তারা। পাশাপাশি ৬টি কর্পোরেশনের ৪টি, ১৪টি জেলা পঞ্চায়েতের ১০টি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ১১২টি এসেছে এলডিএফ-র দখলে। এমনকী পঞ্চায়েত স্তরে যেখানে লড়াইটা এতদিন ছিল মূলত কংগ্রেসের সঙ্গে সেখানেও বাজিমাত করেছে বাম জোট।

লোকসভা ভোটের পর থেকেই ক্রমেই বেড়েছে বামেদের জনপ্রিয়তা

লোকসভা ভোটের পর থেকেই ক্রমেই বেড়েছে বামেদের জনপ্রিয়তা

বর্তমান চিত্র বলছে মোট রাজ্যব্যাপী সামগ্রিক ভাবে ৯৪১টি আসনের মধ্যে ৫১৪টি পেয়েছে বাম জোট, ৩৭৭ টি পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৫টি, এবং বাকী ২৯ টি আসন গিয়েছে অন্যান্যদের দখলে। পাশাপাশি ত্রিচুর, এর্নাকুলাম, কোট্টায়মের মতো কংগ্রেসের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বামেরা। এখান থেকেই পরিষ্কার গত লোকসভা ভোটের পর থেকেই রাজ্যজুড়ে ফের জনপ্রিয়তা বেড়েছে বাম দলগুলির।

 উচ্ছ্বসিত পিনারাই বিজয়ন

উচ্ছ্বসিত পিনারাই বিজয়ন

অন্যদিকে ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়েও গোটা রাজ্যব্যাপী ধরাশায়ী পদ্ম শিবির। এদিকে জয় আগামী এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচনের আগে এই বড়সড় জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পিনারাই বিজয়ন। জয় প্রসঙ্গে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, " ধন্যবাদ কেরল। এলডিএফ-র উপর আস্থা বজায় রাখার জন্য আমরা কৃতজ্ঞ। কেরলের জনগণের আস্থা ও আত্মবিশ্বাসের প্রতি আমরা সম্মান জানাই। ধর্মনিরপেক্ষতা ও উন্নয়নের পক্ষে এট বড় জয়। নির্বাচিত সকল প্রতিনিধিদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"

 তিন দফায় হয় নির্বাচন

তিন দফায় হয় নির্বাচন

এদিকে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ১৫৯৬২টি ওয়ার্ড, ১৫২টি ব্লক পঞ্চায়েতের ২০৮০টি ওয়ার্ড, ১৪টি গ্রাম পঞ্চায়েতের ৩৩১টি ডিভিশনে ভোট হয় বোট তিন দফায়। ভোট হয় ৮৬টি পুরসভার ৩০৭৮টি ওয়ার্ড ও ৬টি পুরনিগমের ৪১৪টি ওয়ার্ডেও। গত ৮, ১০ ১৪ ডিসেম্বরে তিন দফায় নিজেদের রায় জানান রাজ্যবাসী।

 পাহাড়ে মমতাকে পাল্টা প্যাচ দিতে চলেছে বিজেপি, প্রস্তুতি সম্পূর্ণ পাহাড়ে মমতাকে পাল্টা প্যাচ দিতে চলেছে বিজেপি, প্রস্তুতি সম্পূর্ণ

English summary
Pinarayi Vijayan greets the people of Kerala after big win of LDF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X