For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যায় বিপর্যস্ত রাজ্য! কেন্দ্রের কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

প্রবল বৃষ্টির জেরে ত্রিপুরার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টির জেরে ত্রিপুরার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। বন্যা দুর্গতদের উদ্ধারে জন্য সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাকে সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রে তরফে।

বন্যায় বিপর্যস্ত রাজ্য! কেন্দ্রের কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী

প্রবল বৃষ্টিতে ত্রিপুরায় সব থেকে খারাপ অবস্থা ধলাই, গোমতি ও উনাকোটি জেলার। বিভিন্ন নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কয়েকশ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধসের কারণে উত্তর পূর্ব সীমান্ত রেল তাদের পরিষেবা আংশিক বন্ধ রেখেছে। মূলত অসম ও ত্রিপুরায় পরিষেবায় প্রভাব পড়েছে।

মঙ্গলবার থেকেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত লাগোয়া বরাক উপত্যকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বিভিন্ন নদীতে জল বাড়তে থাকায় জলপথ পরিবহণও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

রাজ্য সরকারের মন্ত্রী ও আমলাদের বন্যাদুর্গতের উদ্ধারে সবরকমের সহযোগিতার নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিরোধী দলগুলির কাছেও উদ্ধার কাজে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।

English summary
Chief Minister Biplab Kumar Deb claims central help as Tripura flood worsen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X