For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচার বিভাগের পরিকাঠামো নিয়ে একগুচ্ছ প্রশ্ন, আইনমন্ত্রীর সামনেই সরব খোদ প্রধান বিচারপতি

বিচার বিভাগের পরিকাঠামো নিয়ে একগুচ্ছ প্রশ্ন, আইনমন্ত্রীর সামনেই সরব খোদ প্রধান বিচারপতি

  • |
Google Oneindia Bengali News

পদে বসার পর থেকেই একাধিক ইস্যুতে বারংবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই আদালতের পরিকাঠামো নিয়ে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করলেন তিনি। আর তাতেই তোলপাড় দিল্লি সহ গোটা রাজ্যের রাজ্য-রাজনীতি। এমনকী সঙ্গে পরিসংখ্যান পেশ করেও বুঝিয়ে দিলেই এই পরিস্থিতির সঙ্গে চলে দেশের জন্য কাজ করা ঠিক কতটা কঠিন।

চাপ বাড়ছে কেন্দ্রের উপর

চাপ বাড়ছে কেন্দ্রের উপর

এদিকে প্রধান বিচারপতির তুলোধনা শুনে যে কেন্দ্রের উপর নতুন করে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে প্রধান বিচারপতির রেশ ধরেই কেন্দ্রের সমালোচনায় ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিরোধীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধান বিচারপতি। আর সেখানেই কেন্দ্রীয় পরিকাঠামোর তীব্র সমালোচনা করতে দেখা যায় রামানাকে।

চাপে আইন মন্ত্রী

চাপে আইন মন্ত্রী

এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও। প্রধান বিচারপতির সমালোচনা শুনে চপে পড়েন তিনিও। প্রধান বিচারপতি এন ভি রামানার দাবি, 'দেশের মাত্রা ৫ শতাংশ আদালতে স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত রয়েছে, গোটা দেশে এখনও ২৬ শতাংশ আদলতে মহিলাদের পৃথক শৌচালয় নেই।" এদিকে দেশীয় আদলত গুলি নারী বান্ধব করতে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন তিনি। এমনকী পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টে বসেই। এবার মাঠে নেমেও কার্যত একই রাস্তায় হাঁটালেন তিনি।

পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ

পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ

রামানার আরও দাবি, " দেশের ১৬ শতাংশ আদালতে পুরুষদের জন্য কোনও শৌচালয় নেই। ৫০ শতাংশ আদালতে কোনও গ্রন্থাগার নেই। পাশাপাশি ৪৬ শতাংশ আদলত চত্ত্বরে শুদ্ধ পানীয় জলের কোনও ব্যবস্থাই নেই।" এই পরিসংখ্যান তুলে ধরেই তিনি দেশের আইন ব্যবস্থার অন্ধাকার গলি গুলির দিকে সরাসরি প্রশ্নও তুল দেন। এমনকী কেন্দ্রের সদিচ্ছার অভাবেই যে এই অন্ধাকার সরিয়ে আলোর পথে যাওয়া যাচ্ছে না তাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিন।

এই পরিকাঠামো থেকে ভালো ফল আশা করা বৃথা

এই পরিকাঠামো থেকে ভালো ফল আশা করা বৃথা

এই ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে দেশের প্রধান বিচারপতির স্পষ্ট দাবি "এই পরিকাঠামো নিয়ে কাজ করা যায় না। এমনকী এই পরিকাঠানো থেকে ভালো বিচার ব্যবস্থাও আশা করা বোকামি. ভালো ফল পেতে হলে পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। তা না হলে তা সম্ভব নয়।" এমনকী যত দ্রুত সম্ভব পরিকাঠানোগত উন্নয়নের জন্য তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Chief Justice himself is vocal about the infrastructure of the judiciary, the law minister under pressure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X