For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচার ব্যবস্থায় মহিলা সংরক্ষণের বিষয়ে জোরদার সওয়াল, ৫০ শতাংশ সংরক্ষণে সায় প্রধান বিচারপতির

বিচার ব্যবস্থায় মহিলা সংরক্ষণের বিষয়ে জোরদার সওয়াল, ৫০ শতাংশ সংরক্ষণে সায় প্রধান বিচারপতির

  • |
Google Oneindia Bengali News

২০২৭ সালে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন বি ভি নাগারাথন। যদিও সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর মাত্র কয়েকজনই মহিলা বিচারপতি পেয়েছে ভারত। ১৯৮৯ সালে দেশের প্রথম মহিলা বিচারপতি হন ফাহিমা বিবি। এমতাবস্থায় এবার দেশের বিচার ব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।

আইন কলেজগুলিতে মহিলা সংরক্ষণের বিষয়ে জোরালো সওয়াল

আইন কলেজগুলিতে মহিলা সংরক্ষণের বিষয়ে জোরালো সওয়াল

অন্যদিকে বিচার ব্যবস্থায় সংরক্ষণের পাশাপাশি দেশের আইন কলেজগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণের দাবিকেও তাঁকে সমর্থন করতে দেখা যায়। প্রধান বিচারপতির মতে এটা আদপে পুরষতান্ত্রিক সমাজে বছরের পর বছর ধরে চলে আসা দমন-পীড়নের ফল। বর্তমানে দেশে নিম্ন আদালতগুলিতে ৩০ শতাংশেরও কম বিচারক নারী। উচ্চ আদালতে ১১.৫ শতাংশ মহিলা বিচারক রয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টেও মাত্র ১১-১২ শতাংশ মহিলা বিচারক রয়েছেন। এই অবস্থার পরিবর্তন চাইছেন রামানা।

 কী বলছে মহিলা বিচারপতির ইতিহাস

কী বলছে মহিলা বিচারপতির ইতিহাস

১৯৮৯ সালে ফাহিমা বিবির পর এখনও পর্যন্ত শীর্ষ আদালতে মাত্র ৮ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। যা নিয়েও রীতিমতো হতাশা প্রকাশ করেন রামানা। এই প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। রীতিমতো আক্ষেপের সুরে তিনি বলেন, দেশে ১৭ লক্ষ আইনজীবী রয়েছেন৷ তার মাত্র ১৫ শতাংশ হলেন মহিলা৷ বার কাউন্সিলে মাত্র ২ শতাংশ মহিলা প্রতিনিধি রয়েছেন৷ অন্যদিকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ন্যাশনাল কমিটিতে একজনও মহিলা প্রতিনিধি নেই৷ এটা সত্যিই হতাশাজনক।

দ্রুত মেটাতে হবে সমস্যা

দ্রুত মেটাতে হবে সমস্যা

এমনকী দ্রুত এই অবস্থার পরিবর্তন দরকার বলেও জোরালো সওয়াল করেন প্রধান বিচারপতি। অন্যদিকে প্রতিটা আদলতেই মহিলা আইনজীবীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। রামানা আরও বলেন, বর্তমানে অনেক আদালতই রয়েছে যা মহিলা আইনজীবীদের জন্য অনুকূল নয়। কোথাও কোথাও অস্বস্তিকর পরিবেশ, অবকাঠামোর অভাব, অতিরিক্ত ভিড়, মহিলাদের ওয়াশরুমের অভাব, বসার জায়গার অভাবের মতো সমস্যা রয়েছে। কিন্তু এই সমস্যাগুলিরও দ্রুত সমাধান করতে হবে।

কন্যা সন্তান দিবসের শুভেচ্ছা

কন্যা সন্তান দিবসের শুভেচ্ছা

এদিকে বিশ্ব কন্যা সন্তান দিবসে প্রধান বিচারপতির এই মন্তব্যে জোরদার আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এমনকী রামানার সদিচ্ছাকেও সাধুবাদ জানান অনেকে। অন্যদিকে এদিন নিজের পর্যবেক্ষণ দেওয়ার সময় সকলকে কন্যা সন্তান দিবসের শুভেচ্ছাও জানান প্রধান বিচারপতি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Chief Justice has a strong question about the protection of women in the judiciary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X