For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় ফিরছেন অরবিন্দ সুব্রমনিয়ন, পদত্যাগ ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন অরবিন্দ সুব্রমনিয়ন। গত প্রায় চার বছর এই পদের দায়িত্ব সামলানোর পর, তিনি ফের আমেরিকায় ফিরে যাচ্ছেন

Google Oneindia Bengali News

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ ছাড়লেন অরবিন্দ সুব্রমনিয়ন। গত প্রায় চার বছর এই পদের দায়িত্ব সামলানোর পর, তিনি ফের আমেরিকায় ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ভারতের অর্থ মন্ত্রী অরুণ জেটলি। সুব্রামনিয়ন জানিয়েছেন, তাঁর পদত্যাগের কারণ 'ব্যক্তিগত, গবেষণা ও লেখালেখি নিয়ে থাকতে চাই।'

এবার ফিরছেন অরবিন্দ সুব্রমনিয়ন

সুব্রমনিয়ন এর আগে আমেরিকার পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স-এ শিক্ষকতা করতেন। ২০১৪ সালে ততকালীন অর্থনৈতিক উপদেষ্টা রঘুরাম রাজন রিজার্ভব্যাঙ্কের গভর্ণরের পদে যোগ দেওয়ার পর অরবিন্দকে তিন বছরের জন্য ওই পদে আনা হয়। পরবর্তীকালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। কিন্তু বুধবার এক ফেসবুক পোস্টে অরুন জেটলি জানান, মেয়াদ বৃদ্ধির সময়ই অরবিন্দ জানিয়েছিলেন, তাঁর পরিবার আর কর্মজীবনের মধ্যে টানাপোড়েন চলছে। জেটলি বলেন, 'পারিবারিক দায়বদ্ধতার কারণে তাঁকে যেতে হচ্ছে।' 'থ্যাঙ্ক ইউ অরবিন্দ' শীর্ষক ওই পোস্টে জেটলি অরবিন্দের ভূয়সী প্রশংসা করেন।

আইআইএম-আহমেদাবাদ ও অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র অরবিন্দের প্রতি বিজেপির সব নেতা অবশ্য এরকম সদয় ছিলেন না। বিকর্তে বিখ্যাত বিজেপি সাংসদ সুব্রামনিয়ন স্বামী তাঁর অপসারণের দাবি তুলেছিলেন। স্বামীর অভিযোগ ছিল, অরবিন্দ নর্ন্দ্র মোদীর সমালোচক এবং ডব্লুটিও-তে ভারতবিরোধী অবস্থান নিয়েছিলেন। সেসময়ও অবশ্য অরুণ জেটলিকে পাশে পান অরবিন্দ সুব্রামনিয়ন।

অরবিন্দকে নিয়ে গত তিন বছরের তিন-তিনজন আমেরিকায় পড়াশোনা করা অর্থনীতিবিদ ভারতের তিনটি প্রধান অর্থনাতিক পদ ছেড়ে দিলেন। রঘুরাম রাজন সরেছিলেন ২০১৬-তে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণর পদে তাঁকে দ্বিতীয়বার নিয়োগ করা হয়নি। আর গত বছর নীতি আয়োগের প্রধানের পদ ছাড়েন অরবিন্দ পানাগড়িয়া।

English summary
Chief Economic Advisor Arvind Subramanian will go back to the US after working nearly four years in that top post.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X