For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa Election 2022: কংগ্রেসের ভোট কাটতেই রাজ্যে তৃণমূল! অভিষেকের গোয়া সফরের দিনেই বিস্ফোরক টুইট চিদাম্বরমের

কংগ্রেসের ভোট কাটতেই রাজ্যে তৃণমূল! অভিষেকের গোয়া সফরের দিনেই বিস্ফোরক টুইট চিদাম্বরমের

  • |
Google Oneindia Bengali News

সোমবার গোয়ায় (goa assembly election 2022) যাচ্ছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি যাওয়ার পরেই সেখানে তৃণমূল প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। এদিকে গোয়ায় তৃণমূল ও আপের লড়াই বিরোধী ভোটকেই ভাগ করবে বলে তোপ দেগেছেন কংগ্রেস (Congress) নেতা পি চিদাম্বরম (P Chidambaram)। অন্যদিকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, গোয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিসিভ করার মতো কি কেউ আছেন?

অভিষেকের গোয়া সফর

অভিষেকের গোয়া সফর

এদিন বিকেলে গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর তিন দিনের বলে জানা দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি গোয়ায় গিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন। এবার গোয়ার নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেধেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। ৪০ টি আসনের মধ্যে তৃণমূল ৩২ টিতে এবং সহযোগী দল ৮ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। এর আগেও গোয়ায় গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগতেও দেখা গিয়েছিল তাঁকে।

আপ ও তৃণমূলকে তোপ কংগ্রেসের

আপ ও তৃণমূলকে তোপ কংগ্রেসের

এদিন সকালে গোয়া নিয়ে কটা টুইটে আপ ও তৃণমূলের নাম উল্লেখ করে তোপ দেগেছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি বলেছেন, গোয়ার মানুষকেই বেছে নিতে হবে, তারা শাসনের পরিবর্তন চান কিনা। যদি তাঁরা ১০ বছরের অপশাসনের পরিবর্তন চান, তাহলে কংগ্রেসকেই ভোট দিতে হবে। আর যাঁরা শাসনে বিজেপিকেই দেখতে চান, তাঁরা বিজেপিকেই ভোট দিন। এবারের লড়াই সরাসরি বিজেপি আর কংগ্রেসের মধ্যে, এই টুইটের মাধ্যমে তা পরিষ্কার করতে চেয়েছেন চিদাম্বরম। অপর একটি টুইটে চিদাম্বরম আরও বলেছেন, আপ ও তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ সেখানকার বিরোধী ভোটকে ভাগ করা।

আদৌ কি পারবে তৃণমূল

আদৌ কি পারবে তৃণমূল

গোয়ায় বিভিন্ন জনমত সমীক্ষায় দেখানো হয়েছে সেখানে মূল লড়াই হতে চলেছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। তবে সেখানে আপ আসন পেলেও, তৃণমূলের আসন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি অনুধাবন করেই মহুয়া মৈত্র কংগ্রেসের কাছে জোট বার্তা পাঠিয়ে ছিলেন। সেক্ষেত্রে ৪০ টি আসনের মধ্যে ৮ টি সহযোগীকে ছেড়ে দিয়েও জোট করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কেননা ৩২ -এর অর্ধেক আসনেও তৃণমূল দাঁত ফোটাতে পারবে না। সেক্ষেত্রে কংগ্রেসকে সঙ্গে নিয়ে ফল ভাল করার চেষ্টায় ছিল তৃণমূল। যদিও কংগ্রেসের গোয়া নেতৃত্বের পাশাপাশি শীর্ষ নেতৃত্বের তরফেও জানিয়ে দেওয়া হয়, কোনও জোট তারা তৃণমূলের সঙ্গে করবে না।

গোয়ায় কি রিসিভ করার জন্য কেউ আছে

গোয়ায় কি রিসিভ করার জন্য কেউ আছে

অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে যাচ্ছেন সোমবার। আগে ৯-১২ জানুয়ারির গোয়া যাত্রা স্থগিত রেখেছিলেন। যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, শীতের সময় সেখানে যেতে ভালই লাগে। দেশ-বিদেশের অতিথিরা থাকেন। সেখানে হয়ত তাঁকে রিসিভ করার মতো কেউ আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

English summary
Chidambaram tweets on the day of Abhishek Banerjee tour to Goa, TMC and AAP to fracture non BJP vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X