'বিজেপি সরকারের আনা NPR ভয়ঙ্কর বিষয়', কারণ ব্যাখ্যা করে ২০১০ সালের প্রসঙ্গ টানলেন চিদাম্বরম
ফের একবার এনপিআর নিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারকে তোপ দিতে ছাড়ল না কংগ্রেস। তিনি বলেন ২০১০ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন যে যে বিষয়গুলি এনপিআর এর বিষয়বস্তু ছিল তার থেকে অনেকটাই আলাদা বিজেপি সরকারের এই নয়া এনপিআর নিয়ম।
|
চিদাম্বরম টুইটে কী কী বলা হয়েছে?
চিদাম্বরমের টুইটে বলা হয়েছে, বিজেপি শাসিত সরকারের অনেক ব-হত্তম ও ক্ষতিকারক অ্যাজেন্ডা রয়েছে। আর তার জন্যই এটি পাশ হয়েছে সরকারের মন্ত্রিসভায়। এটি ২০১০ সালের এনপিআর এর তুলনায় বিষয়বস্তু ও প্রেক্ষাপট দুটিতেই আলাদা।
|
চিদাম্বরমের দাবি
নিজের টুইটে চিদাম্বরম দাবি করেছেন যে, বিজেপির উদ্দেশ্য সৎ নয়। তাঁর দাবি, বিজেপিকে নিঃশর্তে জানাতে হবে যে তারা ২০১০ সালের এনপিআর-এর ধরন ও নক্সাকে সমর্থন করছে। আর বিজেপিকে এটাও সাফ জানাতে হবে যে, বিতর্কিত এনআরসির সঙ্গে যে এনপিআর-এর যোগ নেই তাও জানিয়ে দিতে হবে।

অমিত শাহ এনপিআর নিয়ে কী জানিয়েছেন?
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে এনপিআর নিয়ে বিরোধী শিবিরকে রাজনীতি করতে বারণ করেছেন। তাঁর দাবি, এটা নাগরিকদের সুবিধার্থে করা। আর এর মাধ্যমে অনেক ক'টি ওয়েলফেয়ার স্কিম কাজে আসবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ও কেরল সরকার জানিয়ে দিয়েছে যে এনপিআর তাঁরা লাগু করবে না।
'১৩০ কোটি ভারতীয়কে আমরা হিন্দু সমাজ বলে মনে করি', দাবি ভাগবতের