For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাটকীয় ভাবে প্রকাশ্যে আসার পরে গ্রেফতার! বিজেপিকে জবাবে চিদাম্বরম বললেন, তিনি বেছেছেন 'স্বাধীনতা'

কংগ্রেস দফতরে বসে চিদাম্বরম বলেন, জীবন এবং স্বাধীনতার মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সবসময় স্বাধীনতাকেই বেছে নিতে পছন্দ করেন।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সদর দফতরে নাটকীয় ভাবে প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বাড়ি থেকে গাড়িতে সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেফতারের কথা জানানো হয়। বুধবার সারা দিনে বিজেপি নেতারা একাধিকবার অভিযোগ করেছেন, গ্রেফতারি এড়াচ্ছেন চিদাম্বরম। যদিও রাতে কংগ্রেস দফতরে বসে চিদাম্বরম বলেন, জীবন এবং স্বাধীনতার মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সবসময় স্বাধীনতাকেই বেছে নিতে পছন্দ করেন।

নাটকীয় ভাবে প্রকাশ্যে আসার পরে গ্রেফতার! বিজেপিকে জবাবে চিদাম্বরম বললেন, তিনি বেছেছেন স্বাধীনতা

চিদাম্বরম বলেন, তিনি বিষ্মিত হয়েছেন, যে তার বিরুদ্ধে আইন থেকে আত্মগোপনের অভিযোগ উঠেছে। বিপরীতে তিনি দাবি করেন, তিনি ব্যস্ত ছিলেন ন্যায় বিচারের জন্য। তিনি বলেন, এখন তিনি সুস্পষ্ট বিবেক নিয়ে হাঁটবেন এবং মাথা উঁচু করে থাকবেন। স্বাধীনতার নামে তিনি কেবল আশা ও প্রার্থনা করেন যে তদন্তকারী সংস্থাগুলি আইনকে সম্মান করবে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় বড় ধাক্কা খান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি সুপ্রিম কোর্টেও তাঁর
আবেদনে জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হয়নি। এর ঘন্টাখানেকের মধ্যেই সিবিআই এবং ইডি আধিকারিকরা তাঁর দিল্লির জোরবাগের বাড়িতে হানা
দেন। যদিও সেই সময় তাঁকে পাওয়া যায়নি। প্রায় ২৭ ঘন্টা পর তিনি সকলের সামনে আসেন কংগ্রেস দফতরে। আরও ঘন্টা তিনেক পর সেই জোরবাগের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে সেকথা জানানো হয় সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়ার পর।

English summary
Chidambaram said that if he has to choose between the liberty and the life, he will always choose liberty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X