For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের হাতে গ্রেফতার চিদাম্বরম

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআইয়ের কাছে অনুরোধ জানালেন।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআই-কে ওই নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানান।

আইএনএক্স মামলায় সিবিআইকে অনুরোধ চিদম্বরমের আইনজীবীর

আইএনএক্স মামলায় গ্রেফতারির মুখে দাঁড়িয়ে প্রাক্তন অর্থমন্ত্রী, দেখুন লাইভ আপডেট

Newest First Oldest First
11:58 PM, 21 Aug

বুধবার সন্ধ্যারাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন পি চিদাম্বরম।
2:28 PM, 21 Aug

বৃহস্পতিবার চিদম্বরম মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে, আজ নয়। ফলে আজকের মতো রক্ষাকবচ পেলেন না প্রাক্তন অর্থমন্ত্রী।
1:36 PM, 21 Aug

চিদাম্বরমের স্পেশাল লিভ পিটিশনে ভ্রান্তি, সংকট বাড়ছে আরও।
12:32 PM, 21 Aug

ই়ডিও ক্যাভিয়েট দাখিল করল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে শুনানি আটকাতে আসরে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই, ইডিও।
12:30 PM, 21 Aug

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। চিদম্বরমের আগাম জামিনের শুনানি আটকাতে আসরে সিবিআইের আইনজীবীরা।
11:43 AM, 21 Aug

সিনিয়র আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পি চিদাম্বরমের জামিনের আবেদন উল্লেখ করতে পারেননি। কারণ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ-বিচারক অযোধ্যা নিয়ে শুনানি শুরু করেছেন।
Senior lawyer Kapil Sibal couldn't mention his urgent listing of P Chidambaram's plea before CJI, as 5-judge Constitution bench of the Supreme Court, headed by Chief Justice of India (CJI) Ranjan Gogoi, commences day-to-day hearing on Ayodhya case
10:52 AM, 21 Aug

সুপ্রিম কোর্টের বিচারপতি এনবি রামানা চিদন্বরমের আগাম জামিনের আবেদন পাঠালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে।
10:50 AM, 21 Aug

চিদম্বরমের সমর্থনে তিন দুঁদে আইনজীবী কপিল সিব্বাল, সলমন খুরশিদ ও বিবেক তনখা কোর্ট রুমে প্রবেশ করেছেন।
10:18 AM, 21 Aug

স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হল সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজের বিরুদ্ধে শীর্ষ আদালতে চিদম্বরমের আর্জি।
9:54 AM, 21 Aug

চিদম্বরমের বিরুদ্ধে সিবিআইয়ের ভূমিকার কড়া সমালোচনা সলমন খুরশিদের।
9:52 AM, 21 Aug

চিদম্বরমের জন্য তিন দুঁদে আইনজীবী নামাল কংগ্রেস। কপিল সিব্বল, সলমন খুরশিদ ও অভিষেক মনু সিংভি সওয়াল করবেন চিদম্বরমের সমর্থনে।
9:51 AM, 21 Aug

সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে শুনানি আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে চিদম্বরমের আগাম জামিনের আবেদনের।
9:49 AM, 21 Aug

সিবিআইকে তোপ দেগে চিদম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা। দিলেন অভয়বাণী। সবাই মিলে লড়াইয়ের বার্তা প্রিয়াঙ্কার।
9:47 AM, 21 Aug

চিদম্বরমজির পিছনে কাপুরুষের মতো পড়ে রয়েছে সিবিআই। ফল যাই হোক লড়াই চলবে। সত্যের জন্য এ লড়াই। এ লড়াই চালিয়েে যাবে কংগ্রেস।
9:43 AM, 21 Aug

চিদম্বরমের পাশে পুরো কংগ্রেস দল। প্রিয়াঙ্কার টুইট নিশানা সিবিআইকে।
9:42 AM, 21 Aug

দফায় দফায় হানা চিদম্বরমের বাড়িতে। সকালেও হানা দিল সিবিআই। কোথায় গা ঢাকা দিয়েছেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার? হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
9:34 AM, 21 Aug

চিদম্বরমের দিল্লির বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে যায় সিবিআইয়ের তদন্তকারী দলটি। এদিনও চিদম্বরমের দেখা মেলেনি।
9:31 AM, 21 Aug

সিবিআইয়ের একটি দল বুধবার সকালে চিদম্বরমের বাড়িতে যায়। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পর এটি সিবিআইয়ের দ্বিতীয় অভিযান।
8:43 AM, 21 Aug

চিদাম্বরমের আইনজীবীর দাবি, চিদম্বরমজির সম্পূর্ণ আস্থা রয়েছে আইনের উপর। তাই তিনি আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর আগাম জামিন চেয়ে ২০ আগস্টই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
8:43 AM, 21 Aug

আইনজীবী অর্শদীপ সিং খুরানা নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে।

English summary
P Chidambaram’s Lawyer writes to CBI not to request any action till SC hearing. CBI had put up a notice outside Chidambaram's residence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X