For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুযোগ পেয়েই মোদীকে বিঁধলেন জেলবন্দি চিদাম্বরম

আদালতে পেশ করতে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, সুযোগ পেয়েই সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন তাঁর দিকে।

Google Oneindia Bengali News

আদালতে পেশ করতে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, সুযোগ পেয়েই সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন তাঁর দিকে। সেই সুযোগ হাতছাড়া করেননি চিদাম্বরম। মুহূর্ত সময়ের মধ্যেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন ৫ শতাংশ জিডিপি।

ফের সিবিআই হেফাজতে চিদাম্বরম

ফের সিবিআই হেফাজতে চিদাম্বরম

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। এখনই যে রেহাই মিলবে না সেকথা আঁচ করতে পেরেই গতকাল সুপ্রিম কোর্টে তাঁকে তিহার জেলে না রেখে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন চিদাম্বরমের আইনজীবী। কিন্তু সুপ্রিমকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

জিডিপি নিয়ে মোদীকে আক্রমণ

জিডিপি নিয়ে মোদীকে আক্রমণ

এক সময় দেশের অর্থনীতি দক্ষ হাতে সামলেছেন তিিন। ইউপিএ সরকারের আমলে দীর্ঘ সময় অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চাদাম্বর। তাই দেশের এি আর্থিক দুরবস্থা নিয়ে আগেও মোদী সরকারকে দুষেছিলেন তিনি। জেলে থাকতেও সুযোগ ছাড়ানেনি। আদালত নিয়ে যাওয়ার পথে যতটুকু সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সেই সময়ের মধ্যেই মোদীকে আক্রমণ করে বলেছেন জিডিপি ৫ শতাংশ।

জিডিপি-র পতনে বড় ধাক্কা দেশের অর্থনীতিতে

জিডিপি-র পতনে বড় ধাক্কা দেশের অর্থনীতিতে

জিডিপিতে রেকর্ড পতন দেশের অর্থনীতিকে বড় সমস্যার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এক ধাক্কায় শেয়ার বাজার পড়েছে ৮০০ পয়েন্ট। সবচেয়ে খারাপ অবস্থা ব্যাঙ্কিং সেক্টরের। বিদেশি বিিনয়োগেও ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে বেরনোর পথ পাচ্ছেন ন সরকারও। দফায় দফায় বৈঠক করেছেন মোদী। একাধিক বাণিজ্যিক নীতি শীথিল করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে। কিন্তু তার পরেও গত ২ মাস ধরে ধারাবাহিকভাবে পড়ে চলেেছ শেয়ার বাজার।

দেশের এই আর্থিক অবস্থার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও দেশের অর্থনীতি নিয়ে মোদীকে আক্রমণ করেছেন।

<strong>[আরও পড়ুন: রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বিশেষ নম্বর চালু]</strong>[আরও পড়ুন: রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বিশেষ নম্বর চালু]

English summary
Chidambaram mocked the Modi govt over the economic slowdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X