For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপজ্জনক! রঘুরাম রাজনের সুরে সুর মিলিয়ে সরব চিদাম্বরম, নিশানায় আরবিআই-এর নয়া নীতি

Google Oneindia Bengali News

আরবিআই-এর সমালোচনায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। প্রসঙ্গত, গত শুক্রবার আরবিআই এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল প্রস্তাব দিয়েছে, দেশের বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়া হোক৷ সেই প্রেক্ষিতে আরবিআই-এর এই প্রস্তাবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন৷ এবার রাজনের সুরে সুর মেলালেন চিদাম্বরমও।

আরবিআই-এর নয়া এই প্রস্তাবকে বিপজ্জনক বলে আখ্যা

আরবিআই-এর নয়া এই প্রস্তাবকে বিপজ্জনক বলে আখ্যা

আরবিআই-এর নয়া এই প্রস্তাবকে বিপজ্জনক বলে আখ্যা দিলেন চিদাম্বরম। পাশাপাশি চিদাম্বরমের অভিযোগ, এই নয়া প্রস্তাবের মাধ্যমে ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ন্ত্রণ করার একটি কারসাজি করা হচ্ছে। যদি ব্যবসায়িক সংস্থাগুলিকে ব্যাঙ্কিং-এর ছুট দেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা খুব কম বিনিয়োগ করেই দেশের অর্থনীতির এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করবে।

আরবিআই-এর প্রস্তাবকে 'বম্বশেল' বলে আশঙ্কা প্রকাশ

আরবিআই-এর প্রস্তাবকে 'বম্বশেল' বলে আশঙ্কা প্রকাশ

এর আগে আরবিআই-এর ওয়ার্কিং গ্রুপের এই প্রস্তাবকে 'বম্বশেল' বলে, আলমারিতে তুলে রাখার পরামর্শ দিলেন আরবিআই এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন৷ একটি প্রতিবেদনে তিনি ও আরবিআই এর প্রাক্তন ডেপুটি গভর্নর বিরল আচার্য লেখেন, বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার এই প্রস্তাব আসলে 'বম্বশেল'৷ তাঁরা মনে করেন, এই মুহূর্তে বেসরকারি সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং সেক্টর থেকে যতটা সম্ভব দূরে রাখা দরকার৷

ব্যাঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করে

ব্যাঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করে

আরবিআই-এর অভ্যন্তরীণ কার্যনির্বাহী দল ব্যাঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করেছিল৷ যেখানে কর্পোরেট সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং ক্ষেত্রে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে৷ রাজন ও বিরল আচার্য তাঁদের প্রতিবেদনে লেখেন, আরবিআই-এর এই প্রস্তাব এখনই কেন আনা হয়েছে? তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এতে করে কয়েকটি বেসরকারি সংস্থা সুযোগ বুঝে লাইসেন্সের জন্য় বেশি করে ঝাঁপাবে৷ যে তালিকায় সবার আগে সেই সব সংস্থাগুলি থাকবে, যাদের বিশাল অঙ্কের ব্য়াঙ্ক ঋণ রয়েছে এমন সংস্থা৷

রঘুরাম রাজনের আশঙ্কা

রঘুরাম রাজনের আশঙ্কা

পাশাপাশি তাঁদের আশঙ্কা, রাজনৈতিক প্রভাব রয়েছে এমন সংস্থাগুলিও ব্যাঙ্ক খুলতে ঝাঁপাবে৷ আরবিআই-এর প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নর প্রশ্ন তুলেছেন, যে বেসরকারি সংস্থাগুলি ঋণ নিচ্ছে, তারাই যদি ব্য়াঙ্ক খোলে, তাহলে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবে? সেখানে বহু বিষয়ে চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করেন তাঁরা৷ ব্য়াঙ্কিং লাইসেন্স ইস্য়ুর ক্ষেত্রে পক্ষপাতিত্ব হতে পারে বলেও, আশঙ্কা প্রকাশ করেছেন রাজন ও আচার্য ৷

বেসরকারি সংস্থা ব্যাঙ্ক খুললে কী হতে পারে?

বেসরকারি সংস্থা ব্যাঙ্ক খুললে কী হতে পারে?

প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নরের মতে, দেশের কোনও ব্য়াঙ্ক যাতে দেউলিয়া না হয়ে যায় তার জন্য় আরবিআই আপ্রাণ চেষ্টা করে৷ এর মূল কারণ সাধারণ মানুষ সেখানে টাকা রেখে নিশ্চিন্ত থাকেন৷ এতে ব্যাঙ্কগুলিও লাভবান হয়৷ তবে, সেক্ষেত্রেও খামতি থেকে যায়৷ আর একটি বেসরকারি সংস্থা ব্যাঙ্ক খুললে, সেখানে নজরদারি ছাড়া টাকা হাতে পাবে৷ এমনকি আর্থিক ক্ষমতাও কিছু কিছু কর্পোরেট হাতে চলে যাবে৷

<strong>ফের হবে সার্জিকাল স্ট্রাইক! 'পাকিস্তানি ও রোহিঙ্গা' ইস্যুতে আরও উত্তপ্ত হায়দরাবাদ</strong>ফের হবে সার্জিকাল স্ট্রাইক! 'পাকিস্তানি ও রোহিঙ্গা' ইস্যুতে আরও উত্তপ্ত হায়দরাবাদ

English summary
Chidambaram joins Raghuram Rajan snubbing RBI's proposal allowing corporates to enter banking sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X