For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কারণে কেন্দ্র সরকারকে 'টুকরে টুকরে গ্যাং' আখ্যা দিলেন চিদাম্বরম?

Google Oneindia Bengali News

গণতন্ত্রের সূচকেও ভারত বেশ কিছুটা নেমে গিয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয় বুধবার। বলা হয় গণতন্ত্রের সূচকে ১০ ধাপ নেমে ৫১ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত। আর তারপরেই বর্মান এনডিএ সরকারকে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। সদ্য প্রাকাশিত রিরোর্টে বলা হয় ভারতের স্কোর ২০১৮ সালের ৭.২৩ থেকে নেমে ৬.৯০-তে নেমে গিয়েছে।

চিদাম্বরমের বক্তব্য

চিদাম্বরমের বক্তব্য

এই বিষয়ে চিদাম্বরম বলেন, 'আসলে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে তারাই টুকরে টুকরে গ্যাং।' এরপর তিনি অভিযোগ করেন, 'বর্তমান সরকারের অধিনে দেশের গণতন্ত্র ক্ষয়িষ্ণু হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি বিলীন হয়েছে।' প্রসঙ্গত, রিপোর্টে বলা হয় যে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও দেশব্যাপী সিএএ বিরোধী বিক্ষোভের জেরেই এই সূচকে নেমে গিয়েছে।

সরকারকে 'টুকরে টুকরে গ্যাং'-এর আখ্যা

সরকারকে 'টুকরে টুকরে গ্যাং'-এর আখ্যা

এদিকে সরকারকে 'টুকরে টুকরে গ্যাং'-এর আখ্যা দেওয়ার পিছনে রয়েছে চিদাম্বরমের একটি সুক্ষ্ম খোঁচা। কয়েকদিন আগেই কেন্দ্র জানিয়ে দেয় যে জেএনইউ-তে টুকড়ে টুকড়ে গ্যাং নামে কোনও সংগঠন বা দলের অস্তিত্ব তাদের জানা নেই। তথ্য জানার অধিকার আইনের অধীনে করা এক আবেদনের জবাবে এমনটাই জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

চিদাম্বরমের খোঁচার কারণ

চিদাম্বরমের খোঁচার কারণ

গত কয়েক বছর ধরে দেশের নানা অংশে কেন্দ্রীয় সরকার বিরোধী বিক্ষোভের জন্য এইটুকরে টুকরে গ্যাংকেই দায়ী করে চলেছেন বিজেপি নেতাদের একাংশ। সাম্প্রতিক সিএএ বিরোধী বিক্ষোভেও এদের কাঠগড়ায় তুলেছে দেশের শাসকদল। গত ডিসেম্বরে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির জন্য টুকরে টুকরে গ্যাংকে দায়ী করেন। তবে টুকড়ে টুকড়ে গ্যাং নামে কোনও দল বা সংগঠনের কোনও খবর তাদের কাছে নেই বলে মেনে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যার জেরে চিদাম্বরমের এই খোঁচা।

English summary
chidambaram attacked bjp alleging that they are the tukde tukde gang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X