For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরম ইস্যুতে শশীর টুইটে কঠিন শব্দের 'মানে' খুঁজতে গিয়েই ক্লান্ত নেট দুনিয়া! শব্দটি কি জানেন

কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দেশের পূর্বতন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে সিবিআইয়ের আটক নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেস শিবিরের তরফে বারবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দেশের পূর্বতন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে সিবিআইয়ের আটক নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেস শিবিরের তরফে বারবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে। আইএনএক্স মিডিয়া দুর্নীতিকাণ্ডে চিদাম্বরমের গ্রেফতারির প্রতিবাদ কংগ্রেসের অন্যান্য নেতাদের মতো করেছেন শশী থরুরও। তবে তাঁর 'প্রতিবাদী' টুইটের অর্থ নির্ধারণ করতে করতেই ক্লান্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা!

চিদাম্বরম ইস্যুতে শশীর টুইটে কঠিন শব্দের মানে খুঁজতে গিয়েই ক্লান্ত ইন্টারনেট! শব্দটি কী জানেন

'আর্থিক' দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন 'অর্থ'মন্ত্রীর গ্রেফতারি প্রতিবাদে লেখা টুইটের 'অর্থ' নিয়ে রীতিমতো বিভ্রান্ত সোশ্যাল মিডিয়া। তবে সমস্যা শুধু একটিমাত্র শব্দকে নিয়ে। সেই শব্দটি হল 'স্কুডেনফ্রুডি'। জার্মান এই শব্দের মানে ,'
অন্য কারোর দুর্ভাগ্য দেখে অপরের খুশি হওয়া'। আর এই শব্দ শশী থরুরের টুইটে ব্যবহৃত হতেই শুরু হয়ে যায় বিতর্ক।

প্রসঙ্গত, চিদাম্বরমের একটি টুইটের প্রেক্ষিতে জবাব দেন শশী থরুর। শশী থরুর বলেন, 'এটা আপনার চরিত্রগত শক্তি যে আপনি সমস্ত রকমের আত্মশক্তি নিয়ে এই চরিত্র হননের চেষ্টার সামনে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাস করি ন্যায় একদিন ঠিকই হবে। তার আগে পর্যন্ত যাঁরা অন্যের কষ্টে আনন্দ পায় তাঁদের সহ্য করতে হবে। '

English summary
Chidambaram arrest issue, Sashi Tharoor's tweet puts internet on search
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X