For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের পথে ছত্তিশগড়, দলের পরবর্তী সভাপতি রাহুল গান্ধীকে করার দাবিতে কংগ্রেসে প্রস্তাব পাস

রাজস্থানের পথে ছত্তিশগড়, দলের পরবর্তী সভাপতি রাহুল গান্ধীকে করার দাবিতে কংগ্রেসে প্রস্তাব পাস

Google Oneindia Bengali News

সামনেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। নির্বাচনের ঠিক আগে রবিবার ছত্তিশগড়ের কংগ্রেস কমিটি রবিবার রাহুল গান্ধীকে দলের সভাপতি করার জন্য একটি প্রস্তাব পাস করিয়েছে। এর আগে শনিবার রাজস্থান কংগ্রেস রাহুল গান্ধীকে দলের সভাপতি নির্বাচনের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করায়।

ছত্তিশগড়ে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি

ছত্তিশগড়ে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি

ছত্তিশগড় কংগ্রেসের সদস্য সুশীল আনন্দ শুক্লা বলেন, হুসেন দলওয়াইয়ের সভাপতিত্বে একটি সভায় প্রদেশ কংগ্রেস কমিটির ৩১০ জন সদস্য একটি প্রস্তাব পাস করে। সেখানে রাহুল গান্ধীকে দলের সভাপতি করার দাবি তোলা হয়। সভায় অংশগ্রহণকারী ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির এই ৩১০ জন সদস্য দলের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন। গত মাসে কংগ্রেসেরে তরফে জানানো হয়েছে, ১৭ অক্টোবর দলের সভাপতি নির্বাচন হবে। ১৯ অক্টোবর তার ফলাফল ঘোষণা করা হবে।

ভূপেশ বাঘেলের দাবি

ভূপেশ বাঘেলের দাবি

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, তিনি রাহুল গান্ধীকে দলের সভাপতি নির্বাচনের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। যা মোহন মারকাম, রাজ্য বিধানসভার স্পিকার চরণ দাস মহন্ত, মন্ত্রী টিএস সিং দেও, শিবকুমার দাহরিয়া এবং প্রেমসাই সিং টেকম দ্বারা সমর্থন করেন। ছত্তিশগড় কংগ্রেস কমিটি রবিবার দলের বৈঠকে একটি প্রস্তাব পাস করেছে যা একদিন আগে রাজস্থানের কংগ্রেস কমিটি পাস করে। পাশাপাশি হিমাচল প্রদেশের কংগ্রেস শাখা এই প্রস্তাব পাস করবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বাঘেল বলেন, রাহুল গান্ধীর এই বিষয়টি পুনর্বিবেচনা করা উচিৎ। দলের সভাপতি নির্বাচনের সময় এগিয়ে আসছে। দলের কর্মী ও নেতাদের অনুভূতির কথা মাথায় রেখে আমার মনে হয় রাহুল গান্ধীর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

রাজস্থানে প্রস্তাব পাস

রাজস্থানে প্রস্তাব পাস

প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেসে কমিটিগুলোতে একটি করে সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে একটি করে প্রস্তাব পাস করা হচ্ছে। সেই প্রস্তাবে পরবর্তী কংগ্রেস সভাপতিকে পিসিসি এবং এআইসিসি সদস্য নিয়োগের জন্য অনুমোদন করা হচ্ছে। তিনি বলেন, প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় সভাপতি রাজ্যের সভাপতি নির্বাচনে যা সিদ্ধান্ত নেবেন, তা সবাই মেনে চলবে। ছত্তিশগড় ও রাজস্থানে এই প্রস্তাব পাস হওয়ার পাশাপাশি রাহুল গান্ধীকে সভাপতি নির্বাচিত করা উচিত বলে অন্য একটি প্রস্তাব পাস করা হয়।

একই পথে পুদুচেরি

একই পথে পুদুচেরি

পুদুচেরির প্রদেশ কংগ্রেসও একটি প্রস্তাবের মাধ্যমে রাহুল গান্ধীকে দলের পরবর্তী সভাপতি করার দাবি তুলেছে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ইউনিটে ১৯ সেপ্টেম্বর সোমবার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেও রাহুল গান্ধীকে দলের পরবর্তী সভাপতি করার দাবি তুলে একটি প্রস্তাব পাস করানো হবে। তবে বর্তমানে রাহুল গান্ধীকে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন।

SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্জিত সুদ দ্বিগুণ করার উপায় রয়েছে SCSS: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্জিত সুদ দ্বিগুণ করার উপায় রয়েছে

English summary
Chhattishgarh Congress passed a resolution to appoint Rahul Gandhi as party president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X