For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু সোমবার, শেষ দিনের প্রচার সারলেন মনমোহন-আদবানি

Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু সোমবার, শেষ দিনের প্রচার সারলেন মনমোহন-আদবানি
ছত্তিশগড়, ৯ নভেম্বর : নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। মাঝে মাত্র একটা দিন। ১১ নভেম্বর ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনী প্রচারের শেষদিনে তাই চূড়ান্ত ব্যস্ততা কংগ্রেস-বিজেপি শিবিরে।
শেষ দিনের প্রচার সারলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পরে রায়পুরে সমাবেশে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অজিত যোগীর জন্য ভোটবন্দনা করলেন মনমোহন। ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত বতসরে সক্রিয় প্রচার চালিয়েছে কংগ্রেস।

মনমোহন শনিবার যেখানে রায়পুরে জনসভায় ব্যস্ত রইলেন, সেখানে কাসদল,বিলাসপুর এবং ভাটাপাড়ায় দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রচার সারলেন লালকৃষ্ণ আদবানী।

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হবে ১১ নভেম্বর সোমবার থেকে। শুক্রবার ছত্তিশগড়ে সভায় বক্তব্য রাখতে উঠে রমন সিং সরকারের কড়া সমালোচনা করেন রাহুল। ছত্তিশগড়ে বিজেপির গদি টলমল অবস্থায় রয়েছে বলে কংগ্রেসের দাবী। যদিও সেই কংগ্রেসের সেই আশায় ছাই দিয়েছে বিজেপি। ছত্তিশগড়ে এবারেও মোদী ফ্যাক্টর ভেল্কি দেখাবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।

সোমবার প্রথম পর্যায়ে ১৮টি কেন্দ্রে নির্বাচন হবে। যার মধ্যে ১২ টি কেন্দ্র মাওবাদী অধ্যুষিত বতসর অঞ্চলের অন্তর্গত। বাকি ৭২টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ দ্বিতীয় পর্যায়ে ১৯ নভেম্বর হবে। এবং নির্বাচনের ফলাফল রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লির সঙ্গে ৮ ডিসেম্বর ঘোষণা করা হবে।

English summary
Chhattisgarh state assembly election will starts on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X