For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখা গ্রামে ২৭ বছরের চেষ্টায় একা পুকুর খুঁড়লেন এক ব্যক্তি, কোথায় ঘটল এমন আজব ঘটনা

ছত্তিশগড়ের কোরিয়া জেলার সাজা প্রহার গ্রামের বাসিন্দা শ্যাম লাল নিজের গ্রামে একার চেষ্টায় এতবছরে একটি পুকুর খুঁড়ে ফেলেছেন।

  • |
Google Oneindia Bengali News

সাতাশ বছর কোনও কিছুতে আত্মনিয়োগ করা কম কথা নয়। প্রায় তিন দশকের ব্যাপার। অথচ নিজের জীবনের এতগুলি বছর উৎসর্গ করতে একবারও ভাবেননি শ্যাম লাল। এতগুলি বছর ধরে একমনে একটি পুকুর কেটে গিয়েছেন তিনি।

সুখা গ্রামে ২৭ বছরের চেষ্টায় একা পুকুর খুঁড়লেন এক ব্যক্তি

ছত্তিশগড়ের কোরিয়া জেলার সাজা প্রহার গ্রামের বাসিন্দা শ্যাম লাল নিজের গ্রামে একার চেষ্টায় এতবছরে একটি পুকুর খুঁড়ে ফেলেছেন।

ছত্তিশগড়ের বেশিরভাগ এলাকাই বেশ শুষ্ক। জলের দেখা মেলা কঠিন। এমনই এক গ্রামের বাসিন্দা শ্যাম লাল। ছোটবেলায় তা জানতে পেরেই গ্রামে পুকুর খোঁড়ার সিদ্ধান্ত নেন শ্যাম লাল। ১৫ বছর বয়সেই তিনি পুকুর খুঁড়তে শুরু করেন। আজ ২৭ বছর পরে পুকুর খুঁড়ে তিনি গ্রামবাসীদের কাছে নায়কের মর্যাদা পাচ্ছেন।

এতবছর আগেই তিনি পাশের জঙ্গলে মাটির নিচে জল রয়েছে বলে আন্দাজ করেছিলেন। সেই ভেবে পুকুর খুঁড়তে শুরু করেন। গ্রামের মানুষ প্রথমে শ্যাম লালের এই কাণ্ড দেখে সমর্থন জানাননি। কেউ এগিয়ে আসেননি। সকলে তাঁকে পাগল বলে এড়িয়ে যান।

এখন পুকুর কাটা হওয়ার পরে সকলে তা ব্যবহার করছেন। একইসঙ্গে সকলে শ্যাম লালকে ধন্যবাদও জানাচ্ছেন। এই ঘটনা জানতে পেরে স্থানীয় বিধায়ক শ্যাম বিহারি জয়সওয়াল শ্যামকে ১০ হাজার টাকা পুরস্কার দেন। পাশাপাশি জেলাশাসকও শ্যাম লালের প্রশংসা করে তাকে সাহায্যের কথা জানিয়েছেন।

ছত্তিশগড়ের এই গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি, রাস্তাঘাটও সেভাবে পাকা হয়নি। আধুনিক সমাজ থেকে শতযোজন পিছিয়ে থাকা এই গ্রামে শ্যাম লালের মতো মানুষরা আলো জ্বালিয়ে রাখেন। তা ফের একবার প্রমাণিত হল।

English summary
Chhattisgarh man gifts his dry village a pond after digging it up for 27 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X