For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভ্যালেন্টাইনস ডে'-র দিন পালিত হবে 'প্যারেন্টস ডে' দেশের এই রাজ্যে!

১৪ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইনস ডে হিসাবে পালিত হয়। তবে ছত্তিশগড়ের সমস্ত স্কুলে এই দিনটি পালিত হবে প্যারেন্টস ডে বা অভিভাবক দিবস হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

রায়পুর, ১১ ফেব্রুয়ারি : পশ্চিমী সংষ্কৃতির ছোঁয়ায় বিগত কয়েক বছরে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভারতীয় সমাজেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই দিনটি ভ্যালেন্টাইনড ডে হিসাবে পালিত হয়। তবে ছত্তিশগড়ের সমস্ত স্কুলে এই দিনটি পালিত হবে প্যারেন্টস ডে বা অভিভাবক দিবস হিসাবে।[এইদেশে জঞ্জালের অভাব পড়েছে, অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে]

ছত্তিশগড়ের বিজেপি সরকার জানিয়েছে, ছাত্রদের ভারতীয় সংষ্কৃতি সম্পর্কে শিক্ষা দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। এমন পদক্ষেপের পরে বিরোধী দল কংগ্রেস যথারীতি সমালোচনায় মুখর হয়েছে। তাদের দাবি ঘুরিয়ে হিন্দুত্বকে জোর করে ছাত্রসমাজের উপর চাপিয়ে দিতে চাইছে বিজেপি সরকার।[পৃথিবীর এই দেশগুলিতে কাজের সুযোগ অফুরন্ত, তবে অভাব কর্মীর!]

'ভ্যালেন্টাইনস ডে'-র দিন পালিত হবে 'প্যারেন্টস ডে' দেশের এই রাজ্যে!

সূত্রের খবর, জেলে থাকা এক স্বঘোষিত গডম্যান সরকারকে ভ্যালেন্টাইনস ডে দিনটিকে মাতা-পিতার দিবস হিসাবে পালন করার আর্জি জানান। সেই কথা শুনেই এই পদক্ষেপ করা হয়েছে কিনা তা যদিও জানা যায়নি।[স্বামী পেটানোয় বিশ্বসেরা এই দেশের মহিলারা!]

সরকারের তরফে রাজ্য শিক্ষা দফতরের ডিরেক্টরেট সমস্ত স্কুলে প্রধান শিক্ষক ও প্রিন্সিপালকে চিঠি লিখে ভ্যালেন্টাইনস ডে-র দিন অভিভাবক দিবস পালন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন।

প্রসঙ্গত, ভ্যালেন্টাইনস ডে-র মতো পশ্চিমী সংষ্কৃতির বিরুদ্ধে বহুদিন ধরেই সরব শিবসেনা, বজরঙ্গ দল। ২০১২ সাল থেকেই ছত্তিশগড়ে মাতা-পিতা দিবস পালিত হচ্ছে। এবার সেটাই সরকারিভাবে বিজেপি সরকার বলবৎ করল।

English summary
February 14 will be celebrated as parents’ day at all schools in Chhattisgarh to teach “Bharatiya sanskriti” to students, the BJP government said on Friday, a move the Congress described as an attempt to impose Hindutva ideology on the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X