For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী সরকারকে বাগে আনতে পরিকল্পনা! আয়কর হানা নিয়ে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর, পাল্টা দিল বিজেপিও

ছত্তিশগড়ের প্রায় ৫০ টির ওপর জায়গায় আয়কর বিভাগের হানা বৃহস্পতি ও শুক্রবার। বিরোধীদের অভিযোগ কংগ্রেস সরকারকে বাগে আনতে পরিকল্পনা মতো কাজ শুরু করে দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ের প্রায় ৫০ টির ওপর জায়গায় আয়কর বিভাগের হানা বৃহস্পতি ও শুক্রবার। বিরোধীদের অভিযোগ কংগ্রেস সরকারকে বাগে আনতে পরিকল্পনা মতো কাজ শুরু করে দিয়েছে বিজেপি। যেসব জায়গায় আয়কর হানা হয়েছে, তার মধ্যে রয়েছে আইএএস অফিসারদের বাড়ি মুখ্যমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি এবং রায়পুরের মেয়র বাড়ি। এদিকে এই আয়কর অভিযান নিয়ে বিজেপি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে।

সিআরপিএফ-এর সাহায্যে ৫০ টির বেশি জায়গায় আয়কর হানা

সিআরপিএফ-এর সাহায্যে ৫০ টির বেশি জায়গায় আয়কর হানা

সূত্রের খবর অনুযায়ী, সিআরপিএফ-এর সহযোগিতায় ছত্তিশগড় জুড়ে আয়কর হানা চালানো হয়। রাজ্য পুলিশ কিংবা রাজ্যের অন্য কোনও সংস্থার সাহায্য নেওয়া হয়নি এই অভিযানে।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

অন্যদিকে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্য ক্যাবিনেটের বৈঠকে অভিযোগ করেছেন এই আয়কর হানা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিও জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যা। এই ঘটনায় রাজনৈতিক কাঠামো ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 কংগ্রেসকে পাল্টা বিজেপির

কংগ্রেসকে পাল্টা বিজেপির

বিজেপি নেতা সচ্চিদানন্দ উপাসানে বলেছেন, কংগ্রেস নেতা এবং মন্ত্রীরা বলছিলেন যা হচ্ছে তা আগের সরকারের অফিসারদের বিরুদ্ধে। কিন্তু কী এমন ঘটন যে সরকার সেই মন্তব্য থেকে সরে আসছে। দুর্নীতিতে সরকারের মুখ ঢেকেছে বলেও অভিযোগ বিজেপির।

কংগ্রেসকে পাল্টা বিজেপির

কংগ্রেসকে পাল্টা বিজেপির

বিজেপি নেতা সচ্চিদানন্দ উপাসানে বলেছেন, কংগ্রেস নেতা এবং মন্ত্রীরা বলছিলেন যা হচ্ছে তা আগের সরকারের অফিসারদের বিরুদ্ধে। কিন্তু কী এমন ঘটন যে সরকার সেই মন্তব্য থেকে সরে আসছে। দুর্নীতিতে সরকারের মুখ ঢেকেছে বলেও অভিযোগ বিজেপির।

রমন সিং ঘনিষ্ঠ অফিসারের বিরুদ্ধে রিপোর্টের পরেই আয়কর হানা

রমন সিং ঘনিষ্ঠ অফিসারের বিরুদ্ধে রিপোর্টের পরেই আয়কর হানা

রাজ্যের অর্থনৈতিক অপরাধ দমন শাখা বিলাসপুর হাইকোর্টে প্রাক্তন প্রধান সচিব অমন সিং এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট দেয় অসঙ্গতিপূর্ণ সম্পত্তির জেরে। অমন সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-এক ঘনিষ্ঠ বলেই পরিচিত। এরপরেই বর্তমান সরকারের আধিকারিকদের বিরুদ্ধে আয়কর হানা শুরু হয়ে যায়। অন্যদিকে অমন সিং এবং তাঁর স্ত্রী হাইকোর্টে রাজনৈতিক উদ্দেশে হয়রানি বলে অভিযোগ করে।

English summary
Chhattisgarh congress attacks BJP on Income Tax searches including IAS officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X