For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোবরের তৈরি বাক্স নিয়েই বাজেট পেশ করতে গেলেন মুখ্যমন্ত্রী! তাতে কী লেখা জানেন?

আগামী অর্থবছর ২০২২-২৩-এর জন্যে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী এই বাজেট পেশ করেন। আর সেই কারণে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলা একটি সুটকেস নিয়ে এই বাজেট পেশ করতে যান। আর সেই সুটকেসই এখন জোর

  • |
Google Oneindia Bengali News

আগামী অর্থবছর ২০২২-২৩-এর জন্যে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী এই বাজেট পেশ করেন। আর সেই কারণে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলা একটি সুটকেস নিয়ে এই বাজেট পেশ করতে যান। আর সেই সুটকেসই এখন জোর চর্চার বিষয়।

তাতে কী লেখা জানেন?

কিন্তু ভাবছেন তো ব্রিফকেস নিয়ে এত চর্চার কি আছে? আছে!! কারন মুখ্যমন্ত্রীর হাতে থাকা ওই ব্রিফকেস আসলে গোবর থেকে তৈরি করা হয়েছে। যার মধ্যে সমস্ত নথি নিয়ে এদিন বাজেট পেশ করতে চান সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য কেন্দ্রীয় বাজেট পেশ করার ক্ষেত্রে লাল কাপড়ে মোড়া ট্যাব নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু কার্যত এবার সবাইকে চমকে দিয়েছেন বাঘেল। একেবারে গোবরের তৈরি বাক্স তৈরি করে চমকে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, গোবরের তৈরি ব্রিফকেসের সংস্কৃত লেখাও যথেষ্ট নজর কেড়েছে। সেখানে লেখা, 'गोमय वसते लक्ष्मी'।

যার অর্থ হচ্ছে গোবরের মধ্যেই লক্ষ্মীর বাস রয়েছে। অনেকেই বলছেন, দেশের মধ্যে প্রথম কোনও মুখ্যমন্ত্রী বাজেট পড়ার ক্ষেত্রে গোবরের তৈরি ব্রিফকেস ব্যবহার করলেন।

ভাবছেন তো এমন ব্রিসকেস কারা বানালেন? জানা গিয়েছে, এই বাক্স রায়পুর গোকুল ধাম গৌঠানের কর্মরত মহিলারা এই নজিরবিহীন বাক্স তৈরি করেছেন। মহিলার জানিয়েছেন, গোবর দিয়ে তৈরি হলেও এই বাস্ক সব দিক থেকেই ব্যতিক্রমী। কারন এই বাক্স বানাতে গোবর পাউডার, চুনা পাউডার, ময়দা, কাঠ এবং গুড়ের একধরণের গাম ব্যবহার করা হয়েছে।

শুধু তাই নয়, ১০ দিনের কড়া পরিশ্রমের মাধ্যমে এ বাক্স তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে। বাজেটের জন্যে যেহেতু এই বাক্স ব্যবহার করা হবে সেজন্যে হ্যান্ডেল এবং কর্নার অতি যত্ন সহকারে বানানো হয়েছে। আর তা বস্তরের শিল্পীরা তৈরি করেছে বলে জানা গিয়েছে।

তবে বলে রাখা প্রয়োজন ছত্তিসগড়ের বিশ্বাস রয়েছে গোবর মা লক্ষীর প্রতীক। প্রদেশের বিভিন্ন জায়গাতে বিশেষ করে ঘরে ঘরে গোবর লাগানোর পরম্পরা রয়েছে। আর সেদিকে মাথায় রেখে রাজ্যের মহিলারা গোময় এই ব্রিফকেশ তৈরি করেছেন। এটা একটা বিশ্বাস।। আর সেই বিশ্বাস অনুযায়ী মুখ্যমন্ত্রীর হাতে থাকা এই ব্রিফকেস ছত্তিসগড়ে প্রত্যেক ঘরে বাজেট রুপী লক্ষ্মী প্রবেশ করবে। শুধু তাই নয়, রাজ্যের প্রত্যেক মানুষ যাতে আর্থিক ভাবে সাবলম্বি হতে পারে সেটাও বিশ্বাস রয়েছে। আর সেই বিশ্বাস থেকেই এই বাক্স।

অন্যদিকে এদিন বাজেটে রাজ্যের মানুষের জন্যে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

English summary
Chhattisgarh CM Bhupesh Baghel presents budget with cow dung box In assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X