For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অবশেষে ন্যায়বিচার হয়েছে’: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

‘হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অবশেষে ন্যায়বিচার হয়েছে’: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় অকুস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই চার অভিযুক্ত। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার জনেরই।

‘হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের অবশেষে ন্যায়বিচার হয়েছে’: ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল


হয়াদ্রাবাদের পশু চিকিত্সক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ ও নারকীয় খুনের পর উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। নির্ভয়া, কামদুনিরই পর আবারও নতুন করে প্রশ্ন ওঠে দেশে নারীদের নিরাপত্তা। এই ধরনের নক্কারজনক ঘটনায় দোষীদের কঠোরতম সাজা দিতে দেশের আইন ব্যবস্থা আরও জোরদার করার ডাক ওঠে বিভিন্ন মহল থেকে। এমতাবস্থায় পুলিশের এনকাউন্টারে ওই চার অভিযুক্তের মৃত্যু পরই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপনৌতর।

এদিন এই প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন এই ঘটনায় যবনিকা পড়তে অনেক দেরী হয়েছে। অনেক সময় নেওয়া হয়ে গেছে। তাকে বলতে শোনা যায়, “ দের আয়ে, দুরুস্ত আয়ে, বহোত দের আয়ে।”

অন্যদিকে এই প্রসঙ্গে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, “কোনও অপরাধী পালানোর চেষ্টা করলে পুলিশের কাছে এনকাউন্টার ছাড়া অন্য উপায় থাকে না। এই ঘটনা থেকে এটা বলা যায় যে অবশেষে ন্যায়বিচার হয়েছে।”

‌ধর্ষকদের গোপনাঙ্গ কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নিদান দিলেন রাজস্থানের মন্ত্রী‌ধর্ষকদের গোপনাঙ্গ কেটে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নিদান দিলেন রাজস্থানের মন্ত্রী

তেলাঙ্গানার এনকাউন্টার স্পেশ্যালিস্ট সজ্জানার আজ উস্কে দিলেন ২০০৮-এর স্মৃতি! পুলিশকর্তা কী করেছিলেনতেলাঙ্গানার এনকাউন্টার স্পেশ্যালিস্ট সজ্জানার আজ উস্কে দিলেন ২০০৮-এর স্মৃতি! পুলিশকর্তা কী করেছিলেন

English summary
'It is too late', says Jaya Bachchan in reference to the encounter of accused in Hyderabad gang-rape case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X