For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন রাজধানীর নাম অটল নগর! সিদ্ধান্ত বিজেপি শাসিত সরকারের

ছত্তিসগড়ের নতুন রাজধানী নয়া রায়পুরের নতুন নাম হবে অটলনগর। ছত্তিসগড় ক্যাবিনেটে এমনই প্রস্তাব নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিসগড়ের নতুন রাজধানী নয়া রায়পুরের নতুন নাম হবে অটলনগর। ছত্তিসগড় ক্যাবিনেটে এমনই প্রস্তাব নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সেখানকার মুখ্যমন্ত্রী রমন সিং।

নতুন রাজধানীর নাম অটল নগর! সিদ্ধান্ত বিজেপি শাসিত সরকারের

ছত্তিসগড় আর্মড ফোর্সের একটি ব্যাটালিয়নের নাম পোখরান ব্যাটালিয়ন রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া রায়পুরে বাজপেয়ীর জন্য স্মৃতি সৌধও তৈরি করা হবে। ২৭ টি জেলার জন্য যে নতুন রাজধানী তৈরি করা হচ্ছে, সেখানকার সেন্ট্রাল পার্কের নামও বাজপেয়ীর নামে করা হবে। জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী।

বর্তমান রায়পুরে ২০ কিমি দক্ষিণপূর্বে নয়া রায়পুর অবস্থিত।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিলাসপুর বিশ্ববিদ্যালয়, রাজনন্দগাঁওতে তৈরি নতুন মেডিক্যাল কলেজ, জঞ্জির চম্পা জেলায় অবস্থিত মারওয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রায়পুরে নির্মীয়মান এক্সপ্রেসওয়ের নামও অটলবিহারী বাজপেয়ীর নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, ছত্তিসগড় রাজ্য প্রতিষ্ঠার দিন অর্থাৎ ১ অক্টোবরে অটলবিহারী বাজপেয়ী শুশাসন পুরস্কার দেওয়া হবে. পঞ্চায়েত ও পুরসভাগুলির ভাল কাজের জন্য।

[আরও পড়ুন:মোদী হারিয়ে দিলেন বাজপেয়ীকে, পরাজিত ইন্দিরা গান্ধীও! তবে কে সর্বকালীন সেরা][আরও পড়ুন:মোদী হারিয়ে দিলেন বাজপেয়ীকে, পরাজিত ইন্দিরা গান্ধীও! তবে কে সর্বকালীন সেরা]

মধ্যপ্রদেশ সরকারও গোয়ালিয়র ও ভোপালে বাজপেয়ীর স্মৃতি সৌধ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে স্কুল পাঠ্যে সামনের বছর থেকে বাজপেয়ী সম্পর্কে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার ৬০০ কোটি টাকায় নির্মিত ভোপালের গ্লোবাল স্কিল পার্ক বাজপেয়ীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে।

[আরও পড়ুন: ফের বিদেশ সফরে রাহুল গান্ধী! কথা হতে পারে জার্মানির চ্যান্সেলারের সঙ্গে][আরও পড়ুন: ফের বিদেশ সফরে রাহুল গান্ধী! কথা হতে পারে জার্মানির চ্যান্সেলারের সঙ্গে]

বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে হিমাচলপ্রদেশ সরকারও। সিমলায় বাজপেয়ীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রোটাং টানেলের নাম বাজপেয়ীর নামে করার জন্যও কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে হিমাচল সরকার।

[আরও পড়ুন:সেরার সেরা মমতার হ্যাটট্রিক, বিজেপিকে টেক্কা দিয়ে মাথায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রিত্বের শিরোপা][আরও পড়ুন:সেরার সেরা মমতার হ্যাটট্রিক, বিজেপিকে টেক্কা দিয়ে মাথায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রিত্বের শিরোপা]

English summary
Chhattisgarh Cabinet approves to rename Naya Raipur as Atal Nagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X