For Quick Alerts
For Daily Alerts
যৌন হেনস্থার অভিযোগ চেতন ভগতের বিরুদ্ধে ,জবাবে কী বললেন লেখক
যৌন হেনস্থা নিয়ে নানা পাটেকর ইস্যুতে সরগরম গোটা বলিউড। এরই মধ্যে লেখক চেতন ভগতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় শুরু হয়েছে নতুন বিতর্ক।

এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর কথোপোকথোনের স্ক্রিনশট পোস্ট হওয়ায় , তা নিয়ে ওঠে বিতর্ক। সেই চ্যাটে লেখক অশালীন কথা বলেন বলে দাবি করেন মহিলা। যদিও অভিযোগের সমস্তটাই স্বীকার করে নেন চেতন ভগত। বিষয়টি নিয়ে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান চেতন ভগত।
And it goes on. Chetan Bhagat @chetan_bhagat pic.twitter.com/xyI9tSgfMc
— 🌈 Sheena (@weeny) October 6, 2018
গোটা ঘটনার কথা স্বীকার করে চেতন ভগত দাবি করেন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে গিয়ে এমন ঘটনা ঘটে যায়। তবে গোটা ঘটনায় সমস্ত কিছু চেতন ভগত মেনে নেওয়াতে বিতর্ক থেমে যাবে কী না, তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব।