For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করুণানিধির দেহ শায়িত থাকবে রাজাজি হলে, চলছে প্রস্তুতি

চেন্নাইয়ের রাজাজি হলে বুধবার শেষ শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতা।

  • |
Google Oneindia Bengali News

মানসিক প্রস্তুতি অনেকেই নিতে শুরু করে দিয়েছিলেন। বিশেষ করে সোমবার কাবেরী হাসপাতালের চিকিৎসকেরা প্রায় ইঙ্গিত দিয়ে দেন, এ যাত্রায় আর বোধহয় ফেরানো সম্ভব হবে না এম করুণানিধিকে। এদিন সকাল থেকেই আশা আশঙ্কা আরও বাড়িয়ে শেষ অবধি সন্ধ্যায় করুণানিধির প্রয়াণের খবর ঘোষণা করলেন চিকিৎসকেরা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রয়াত হয়েছেন করুণানিধি।

করুণানিধির দেহ শায়িত থাকবে রাজাজি হলে, চলছে প্রস্তুতি

তারপরই তৎপরতা শুরু হয়ে যায়। সমাজের সব মহল থেকে শোকজ্ঞাপনের মাঝেই কলাইগনরকে কোথায় শেষ শ্রদ্ধার জন্য শায়িত রাখা হবে তা স্থির হয়ে গিয়েছে। চেন্নাইয়ের রাজাজি হলে বুধবার শেষ শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতা।

তবে এদিন মরদেহ নিয়ে যাওয়া হবে কন্যা কানিমোঝির সিআইটি কলোনির বাড়িতে। তারপরে করুণানিধির নিথর দেহ পৌঁছবে গোপালাপুরমের বাড়িতে। সেখান থেকে বুধবার সকালে রাজাজি হলে মরদেহ নিয়ে গিয়ে শায়িত রাখা হবে।

এদিন ডিএমকের নেতা-সদস্যরা গোপালাপুরমের বাড়ি গিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে সেখানে ভিড় হয়ে গিয়েছে।

রাজাজি হলে জনসাধারণের জন্য যেমন জায়গা থাকবে, তেমনই ভিভিআইপিদের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। আমজনতাকে আন্না সলাই পেরিয়ার স্ট্যাচু হাসপাতালের গেট দিয়ে ঢোকানো হবে। অন্যদিকে স্বামী শিবানন্দ সলাই গেট দিয়েও সাধারণ মানুষ ঢুকে শ্রদ্ধা জানাতে পারবেন।

English summary
Chennai's Rajaji Hall to keep Karunanidhi's body for public viewing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X