For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাধী ধরতে সাইকেলে এলাকা চষে বেড়াচ্ছে পুলিশ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৮ সেপ্টেম্বর : অপরাধীদের নাগাল পেতে এখন সাইকেলই সবচেয়ে বড় ভরসা চেন্নাই শহরের পুলিশের। গত দু'মাস ধরে সাইকেলে চেপেই শহরের এই গলি-ওই গলি ঘুরে চলেছেন পুলিশকর্মীরা। ['হেয়ার ট্রান্সপ্লান্ট' করিয়ে মৃত চেন্নাইয়ের মেডিক্যাল পড়ুয়া]

হেড কনস্টেবল পদমর্যাদার জনৈক জি পেরুমল জানিয়েছেন, গাড়ি অথবা বাইকে চেপে এলাকায় নজরদারির বদলে এখন এই পথ বেছে নিয়েছেন তাঁরা। এর ফলে অনেক বেশি রাস্তা যেমন ঘোরা সম্ভব হচ্ছে, তেমনই অলিগলিতে পুলিশ পৌঁছতে পারছে। যা আগে গাড়িতে যাওয়া সম্ভব হতো না। [চেন্নাইয়ে এবার প্রতি সপ্তাহে বসবে 'আম্মা বাজার'!]

অপরাধী ধরতে সাইকেলে এলাকা চষে বেড়াচ্ছে পুলিশ!

এর পাশাপাশি সাইকেল থামিয়ে প্রয়োজনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে নানা খোঁজখবর নেওয়া ও নতুন কোনও ঘটনা ঘটলে সেখানে দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে বলেই চেন্নাই পুলিশের তরফে জানা গিয়েছে। [চেন্নাইয়ে থানার মধ্যেই স্ত্রীকে খুন করল স্বামী]

এলাকায় অবৈধ কোনও কাজকর্ম ও ফৌজদারী অপরাধ রুখতে এই নতুন যান যে আদতে কাজে দিচ্ছে তা স্বীকার করে নিয়েছেন চেন্নাইয়ের পুলিশ কর্তারা। একেবারে সরাসরি পুলিশকে হাতের নাগালে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতাও। [মাত্র ২ বছর বয়সেই জাতীয় রেকর্ড বিস্ময় কন্যা আলিয়ার]

বস্তুত, নতুন করে সরকারে ফেরার পরে গত জুন মাসে চেন্নাই সিটি পুলিশকে শহর তদারকির জন্য ২৫০টি সাইকেল কিনে দিয়েছে জয়ললিতা সরকার। এই সাইকেলে চেপেই কোনও সাইরেন ছাড়াই পুলিশ ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি।

কোনও জায়গায় কোনও ঘটনা ঘটলে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করতে বিশেষ সুবিধা হচ্ছে সাইকেল চালিয়ে তদন্ত করতে যাওয়া অফিসারদের। আপতকালীন সময়ের জন্য তাদের দেওয়া হয়েছে ওয়াকিটকিও। ফলে কোমরে ওয়াকিটকি গুজেই নিজের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

English summary
Chennai’s Cycle Cops Are Changing the Way Patrolling Is Done in the City
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X